এখনি লাথি দিয়ে বের করে দিন অটোরান ও শর্টকাট ভাইরাস আপনার কম্পিউটার ও পেনড্রাইভ থেকে!!!

আসসালামু আলাইকুম।

প্রিয় টেকটিউনস বাসী আপনারা সবাই কেমন আছেন?

Shortcut Virus কী?

শর্টকাট ভাইরাস অনেকের জীবনে দুর্যোগ নিয়ে আসছে। কোন কিছুই পেন ড্রাইভে বা মেমরিতে নেওয়া যায় না। নিলে শুধু শর্টকাট ফাইল যায়। আমিতো দেখি গাধার মতো শর্টকাট ভাইরাসের বর্ণনা দেওয়া শুরু করসি, এই মলটাকে চেনে না এমন কেউ আছে নাকি!

কম্পিউটার ব্যবহার করেন, আর শর্টকাট বা অটোরান ভাইরাসের কবলে পরেননি এমন কাউকে খুজে পাওয়া টা একটু কষ্টের ই। আপনারা অনেকে হয়তবা অনেক ধরনের এন্টি ভাইরাস ইউস করেছেন, কিন্তু আন্টি ভাইরাস দিয়ে Shortcut  ভাইরাস রিমুভ করতে পারেন নাই। আসলে এটি এক ধরনের সুপ্ত ভাইরাস, যা আপনার বিরক্তির হতে পারে মূল কারন। অনেকেই দেখা যায় তাদের কম্পিউটার এসব ভাইরাসে আক্রন্ত হলে চোখ বন্ধ করে উইন্ডোজ সেটআপ দেয়া ছাড়া আর কোন উপায় খুজে পায় না। এবং Windows দেয়ার পরেও এই ভাইরাস থেকে মুক্তি পায় না!  ঠিক তাদের জন্য আমার আজকের ভিডিও টিউন টি।

টিউন টি সম্পুন্য লেখার চেয়ে  আপনাদের বুঝাতে বেশি কাজে দেবে কারন আপনারা বারে বারে ভিডিও টি দেখে সমস্যা সমাধান করতে পারবেন, আর এই কারনে আপনাদের জন্য আমার এই ভিডিও টিটোরিয়ালটি।

ভিডিও টিটোরিয়াল টি দেখে উপকার হলে ভিডিওতে Subcribe  করতে ভূলবেন না কিন্তু!!!!

আর সবাই ভাল থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভাল লিখা উপহার দিতে পারি।

আল্লাহ হাফেজ

Level 0

আমি নিশাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় নিশাত আরাফাত,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।