যাদের নেই তাদের জন্য এই টিউন ২.৫

সবাই কে সালাম ও শুভেচ্ছা

আশা করি সবাই ভাল আছেন।

আনেক দিন হয়ে গেল কোন টিউন করিনা তাই আজ ভাব লাম এক টা টিউন করি।

আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ইয়াহু মেইল আইডি থেকে ফেছবুক এর শকল বন্ধুদের ইমেইল আইডি সংগ্রহ করবেন ।প্রথমে আপনার ইয়াহু ই মেইল আইডি টা ওপেন করুন ।তার পর এই লিঙ্কএ কিলিক করুন। নিচে ম ত একটা পেইজ আসবে।


তার পর ফেছবুক বাটন এ কিলিক করুন ,যদি আপনার ফেছবুক আই ডি ওপেন থাকে তাহলে আপনার কাছথেকে ফেছবুক আনুমতি চাইলে আনুমতি দিয়ে ওকে করুন।কিছুক্ষন পর আটমেটিক ভাবে আপনার মেইল আইডি এর কন্ট্যাট ও্পসন এ ইম্পরট হবে। এবার ই মেল আইডি গুলো এক্সপোট করার পালা । এবার আপনি এই লিঙ্ক এ কিলিক করুন।আপনার পছন্দ মত ফরমেট এ ই মেল আই ডি গুলো এক্সপোট করে নিন।


আশা করি আানাদের সবার কাজে দেবে।

এর আগে যদি এই রকম টিউন কেউ করে থাকে তাহলে আমার ধারনা যারা নতুন তাদের এই টিউন কাজে দেবে।

সাথে এক্কেবারে ফ্রী নিন ছোট এক টি মজার গল্প

সবাই সেলফোন ব্যবহার করতো

একবার এক সম্মেলনে, একজন বাংলাদেশী এবং একজন আমেরিকান প্রাচীনকালের প্রযুক্তি সম্পর্কে কথা বলছিল, তো কথোপকথনে তারা তাদের নিজ নিজ দেশের অবস্থান আলোচনায় নিয়ে আসেন,

দু’জনের মধ্যেই কথা কাটাকাটি চলছে-

বাংলাদেশী: আমরা প্রাচীন কালে প্রযুক্তি বিদ্যায় অনেক অগ্রসর ছিলাম। তোমাদের মতো সাদা চামড়ার মানুষই আমাদের বর্তমান দুর্গতির কারন।

আমেরিকান: তোমরা তখনও মাথামোটা ছিলে এখনও তাই, প্রযুক্তি ট্রযুক্তি কিছু না, তোমাদের স্থুল বুদ্ধিই তোমাদের দুর্গতির কারন। আর চিকন বুদ্ধির কারনেই আমরা তখন আর এখন দুই সময়েই প্রযুক্তিতে উন্নত।

তো যাই হোক, দু’জনেই তাদের নিজ নিজ যুক্তি পোক্ত করার উদ্দেশ্যে, প্রত্নতাত্বিক নিদর্শন সংগ্রহের জন্য তাদের স্বদেশে ফিরে গেলেন ।
কিছুদিন পরে, আমেরিকান লোকটি খনন কাজ শুরু করলো এবং খনন শেষে একটি পুরানো পেঁচানো তার উদ্ধার করলো।
তারপর সে সম্মেলনে ফিরে এসে বর্ণনা করলো- আমেরিকান সভ্যতা প্রাচীন কালেও অনেক অগ্রসর ছিলো কেন না এই তারটি প্রমান করে যে সেই সময়ে আমেরিকার মানুষ টেলিফোন ব্যবহার করতো।
এরপর বাংলাদেশী লোকটি দেশে ফিরে খনন কাজ শুরু করলো।
অনেক খোড়াখুড়ির পরেও লোকটি কিছুই উদ্ধার করতে পারলো না।
তো সম্মেলনে ফিরে লোকটি বর্ণনা করলো, বাংলাদেশের সভ্যতা প্রাচীন কালে বর্তমানের চেয়েও বেশী উন্নত ছিলো। তখন গ্রামে গ্রামে সবাই সেলফোন ব্যবহার করতো কেন না খনন কাজে আমরা কোন টেলিফোন তার পাই নি।।

যাই হোক সবাই ভাল থাকবেন এই কামনায় আগামী তে নতুন কনো টিউন নিয়ে দেখা হবে ততক্ষন পর্যন্ত খোদা হাফেজ।

ও আরেক টা কথা কেও মন্তোব্ব লিখতে ভুলবেন না যেন।


সবাই সেলফোন ব্যবহার করতো

একবার এক সম্মেলনে, একজন বাংলাদেশী এবং একজন আমেরিকান প্রাচীনকালের প্রযুক্তি সম্পর্কে কথা বলছিল, তো কথোপকথনে তারা তাদের নিজ নিজ দেশের অবস্থান আলোচনায় নিয়ে আসেন,

দু’জনের মধ্যেই কথা কাটাকাটি চলছে-

বাংলাদেশী: আমরা প্রাচীন কালে প্রযুক্তি বিদ্যায় অনেক অগ্রসর ছিলাম। তোমাদের মতো সাদা চামড়ার মানুষই আমাদের বর্তমান দুর্গতির কারন।

আমেরিকান: তোমরা তখনও মাথামোটা ছিলে এখনও তাই, প্রযুক্তি ট্রযুক্তি কিছু না, তোমাদের স্থুল বুদ্ধিই তোমাদের দুর্গতির কারন। আর চিকন বুদ্ধির কারনেই আমরা তখন আর এখন দুই সময়েই প্রযুক্তিতে উন্নত।

তো যাই হোক, দু’জনেই তাদের নিজ নিজ যুক্তি পোক্ত করার উদ্দেশ্যে, প্রত্নতাত্বিক নিদর্শন সংগ্রহের জন্য তাদের স্বদেশে ফিরে গেলেন ।
কিছুদিন পরে, আমেরিকান লোকটি খনন কাজ শুরু করলো এবং খনন শেষে একটি পুরানো পেঁচানো তার উদ্ধার করলো।
তারপর সে সম্মেলনে ফিরে এসে বর্ণনা করলো- আমেরিকান সভ্যতা প্রাচীন কালেও অনেক অগ্রসর ছিলো কেন না এই তারটি প্রমান করে যে সেই সময়ে আমেরিকার মানুষ টেলিফোন ব্যবহার করতো।
এরপর বাংলাদেশী লোকটি দেশে ফিরে খনন কাজ শুরু করলো।
অনেক খোড়াখুড়ির পরেও লোকটি কিছুই উদ্ধার করতে পারলো না।
তো সম্মেলনে ফিরে লোকটি বর্ণনা করলো, বাংলাদেশের সভ্যতা প্রাচীন কালে বর্তমানের চেয়েও বেশী উন্নত ছিলো। তখন গ্রামে গ্রামে সবাই সেলফোন ব্যবহার করতো কেন না খনন কাজে আমরা কোন টেলিফোন তার পাই নি।।

Level 0

আমি little_raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 347 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"যায় দিন ভাল আসে দিন আরও ভাল" ""http://adf.ly/12u16""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami clas s ar age khub borring time pass korchilam.. ai boring timea apnar joke ta pore onek ta valo laglo………………

    Level 0

    apnar moja lagse jene amar o khub valo laglo.thanks comment korar jonno

Level New

vai…..tune er topic ta headline e likhte hoi……nahole serch kore keu pabena

    Level 0

    ok porer bar theke thik korar cheasta korbo.thanks

কি নিয়ে লিখলেন? আমি কিছুই বুঝলাম না!

    Level 0

    “কিভাবে আপনার ইয়াহু মেইল আইডি থেকে ফেছবুক এর সকল বন্ধুদের ইমেইল আইডি সংগ্রহ করবেন”
    আমি সেই পদ্ধতি জানাতে চাইছি মাত্র

    Level 0

    কিভাবে আপনার ইয়াহু মেইল আইডি থেকে ফেছবুক এর সকল বন্ধুদের ইমেইল আইডি সংগ্রহ করবেন

Level 0

“কিভাবে আপনার ইয়াহু মেইল আইডি থেকে ফেছবুক এর সকল বন্ধুদের ইমেইল আইডি সংগ্রহ করবেন”
আমি সেই পদ্ধতি জানাতে চাইছি মাত্র

কিভাবে জিমেইল থেকে ফেসবুক আইডি সংগ্রহ করা যায়?

    ফেসবুক না, জিমেইল আইডি।

    Level 0

    apni issa korle gmail er contact theke shokol email id cokkection korte pare er jonno apnak prothom link a jete hobeeeeeee

Jokesta daron laglo