সুপ্রিয় বন্ধুরা! কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিজয়ের মাসে সবাই কিছু না কিছু নতুন করছেন! তাই আজ আমিও হাজির হলাম নতুন কিছু নিয়ে। হাঁ বন্ধুরা আমি আজ যে টিপস টি দেব, তা দিয়ে আপনারা মোবাইল এবং পিসি থেকে সম্পূর্ণ ফ্রী তে দেশে এবং বিদেশে কল করতে পারবেন। তারপর আবার আনলিমিটেড!! আসলে এইটা একটা ANDROID APP। আপস টার নাম হল Whatscall.। আপসটি তে রয়েছে চরম সব সুবিধা!! ত চলুন এক নজরে আপস টির জনম কুণ্ডলী জেনে আসি!!!
ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাস করবেন। আমি চেষ্টা করব আমার যথা সাধ্য।
★আমার ভিডিও টি যদি আপনাদের কোন কাজে লগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।
★আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এ ফলো করতে পারেন।
★আর অবশ্যই আমার ব্লগ টি দেখে আসবেন।
★ইউটিউব চ্যানেলটি অবশ্যই সুবস্ক্রাইব করবেন
আশা করি আপনাদের আরো ভালো ভালো টিউন উপহার দিতে পারব। আমি আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্সস নিয়ে কাজ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেগুলো নিয়ে আসবো।
আমি রাতুল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় রাতুল মিয়া,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।