YouTube Marketing নিয়ে কমন কিছু প্রশ্ন ও উত্তর ?

শুরুতে সবাইকে সালাম জানিয়ে শুরু করছি  ! আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে YouTube Marketing ফ্রিল্যাসিংযে অনেক বড় একটা জায়গা করে নিয়েছে। ছোট থেকে শুরু প্রায় সবাই এই YouTube Marketing  করতে আগ্রহী। কিন্তু YouTube Marketing এ নতুন যারা আসে তাদের কমন কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আমার আজকের এই টপিক। কোথাও কোন ভুল হলে সুন্দর ও ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

কমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের টপিক :

প্রশ্ন: ১ : মোবাইল দিয়ে কি ইউটিউব Marketing করতে পারবো ?

উত্তরঃ আরে ভাই পারবেন না কেন, আপনি যদি মোবাইল দিয়ে সব করতে পারেন তাহলে মোবাইল দিয়েই করেন। Youtube মানেই শুধু আপলোড করা না। Profosonaly কাজ করতে হলে শুধু একটা মোবাইল না ২-৩ টা পিসি লাগে। এখন আপনি যদি মনে করেন আপনি মোবাইল দিয়ে সব করতে পারবেন তাহলে করেন।

প্রশ্ন: ২ : অমুক ভাই তমুক ভাই আমার চ্যানেলে ১০ হাজার ভিউ হলে আমি কি ইনকাম করতে পারবো ?

উত্তরঃ এই প্রশ্ন হাজার হাজার ভার শুনতেছি। যখনই এইখানে আসি একটা না একটা টিউন এইটা নিয়ে পাবোই। ভাই আপনি কি ইউটিউব কে শখের সাথে করবেন নাকি আজ শুরু করবেন কাল থেকে ইনকাম শুরু যাবে। ভাই সবকিছু এত সহজ না। আপনি আগে আপনাকে তৈরি করুন আপনার চ্যানেলটিকে আপনি একটি টপ ল্যাবেল পর্যায়ে নিয়ে যান। ইনকামের চিন্তা বাদ দেন মাথা থেকে ! আপনার চ্যানেলটি যখন টপে উঠবে ইনকাম আপনাকে খুজবে আপনি কাওকে বলতে হবে না। শুরুতে আপনি কেন মনিটাইজ নিয়ে পারাপারি শুরু করে দেন। আপনি আগে আপনার চ্যানেলটিকে তুলুন। তারপর ইনকাম চেষ্টা করুন।

প্রশ্ন: ৩ : ভাই শুরুতেই আমি ইউটিউবে ১ লাখ / ২ লাখ টাকা Invest করবো। তাহলে কি আমি মাসে হাজার হাজার ডলার কামাতে পারবো ?

উত্তরঃ আরে ভাই ইউটিউবকে কি আপনার মনে হচ্ছে আপনার ঘোড়াল ঘরের গুরু, যে টাকা Invest করে একটা গাভি নিয়ে আসলেন আর দুধ দেওয়া শুরু করে দিল। না ভাই ইউটিউব এমন কিছুই না। সব আপনার কনটেন্ট এর উপর নির্ভর করবে। এমন অনেক বড় ভাই আছে শুধু মাত্র ইন্টারনেট বিল ছাড়া হাজার হাজার ডলার ইনকাম করতেছে। আমি বলবো আপনি আগে ইউটিউব কি জিনিস সেটা জানতে চেষ্টা করুন। তার অনেক পরে Paid Marketing আসতে পারবেন যদি আপনি Free Markeitng এ ফল না পান। কিন্তু আমি বলবো আপনাকে আপনি আপনার পর্যন্দের একটি নিশ নিয়ে খুব ভালোভাবে ভিডিও বানিবে Youtube দেন,দেখবেন ১ বছরের ভিতর মান সম্মর্ত ভিডিওর এর জন্য আপনার চ্যানেল টপ আছে। তখন আর Paid Marketing করা লাগবে না। ফ্রিতে অনেক কিছু হয়ে যাবে।

প্রশ্ন: ৪ : ভাই আমি ২- ৩ টা চ্যানেল একসাথে কাজ করতে পারবো ? সে ক্ষেত্রে আমার কোন সমস্যা হবে কিনা ?

উত্তরঃ ভাই আপনি ২-৩ টা না চাইলে ১০০টা চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। তবে সেটা আপনি কতটা পারবেন ভেবে দেখেছেন। আপনি কি পারবেন শুরু থেকেই ২-৩ কম্পিউটার কিনে ২-৩ টা চ্যানেল চালাতে। সেই গুলোতে সব সময় ধারাবাহিকভাবে ভিডিও দিতে। আমি ৯৯% সিউর এটা পারবেন না কেউ। তাই বলি আপনি ১ নিশ নিয়ে একটা চ্যানেল নিয়েই কাজ করুন। একটাকেই উপরে তুলুন একটাতেই ভালোভাবে কাজ করুন। তারপর একটার পুজিঁ দিয়েই আপনি আরো অনেক কিছু করতে পারবেন। তাই বলি ১ টা নিয়ে পড়ে থাকুন।

প্রশ্ন: ৫ : ভাই এই Software এর ফুল ভার্সন কেউ দিতে পারবেন ?

উত্তরঃ ভাই আপনি কি নিজে কখনো গুগুল থেকে চাইচেন যে আপনি এই Software এর ফুল ভার্সন চান। আমার মনে হয় চান নি, যদি চাইতেন ঠিক পাইতেন। একটা কথা মনে রাখবেন আপনি ভুল না করতে পারলে শিখতেও পারবেন না। আমরা অনেকেই জানি ফুল ভার্সনের Software গুলো বেশির ভাগই Torrent এ পাওয়া যায়। তাছাড়ও অনেক সাইট আছে যেখান থেকে Torrent ছাড়াও পাওয়া যায়।
আমি কিছু দিলাম বুকমার্ক করে রাখবেন আর সমস্যা হবে নাঃ

• Torrent

https://thepiratebay.org/
https://yourbittorrent.com/
https://katcr.co/new/

• Torrent ছাড়া

https://www.sadeempc.com/
https://fullstuff.co/
http://filehippo.com/
http://www.filehorse.com/

সবশেষে আমার লিখা ও উত্তর কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন। আমিও ভুল করবো এটাই স্বাভাবিক। তাই কোন প্রকার বাঝে টিউমেন্ট না করে সুন্দর ভাবে বুঝিয়ে দিন।

Level 0

আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন।

Nice

ধন্যবাদ সবাইকে