আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি দেখাবো কিভাবে এন্টিভাইরাস দিয়ে পিসি ইন্টারনেট কন্ট্রল করবেন। এটার জন্য অনেকে আলাদাভাবে সফটওয়্যার ইউস করেন, কিন্তু এন্টিভাইরাস দিয়েও এটা করা যায়।
ফায়ারওয়াল হল এমন একটা অপ্সহন যার সাহায্যে ইচ্ছামত প্রোগ্রাম বা সফটওয়্যার কে নেট প্রদান করা যায় এবং যে সফটওয়্যার কে নেট দেবেন না সেটাও নেট বঞ্চিত করে রাখা যায়।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা লিমিটের নেট ইউস করে। আর উইনডোজ এর মধ্যে এমন অনেক প্রোগ্রাম আছে যেগুলা সব সময় কিছু পরিমান করে নেট ইউস করে থাকে। ফলে সমস্যা হয় ডাটা খরচ, আবার যে প্রোগামমে আমাদের সত্যিকারে নেট দরকার সেটার স্পীড কম হয়। একই ভাবে যারা ব্রড ব্যান্ড ইউস করে তাদের ও প্রক্রিত স্পীড থাকে না।
তো যেসব এন্টিভাইরাসে ফায়ার অয়াল অপঅশন আছে সেটা দিয়েই এই কাজ হবে। আমি AVG, Norton, Avast এ এই অপশন দেখেছি। তবে eset nod32 বা 64 এ এটা নেই। আমি eset smart security 10 ইউস করি তাই এটা দিয়েই দেখবো।
আমি এসেট ইন্সটল দিয়েছি।আপনারাও ইনস্টল দিয়ে ভাইরাস ডাটাবেস আপডেট করে নেন।
এবারে Setup এ যেতে হবে। এরপর Network protection এ যান।
এবারে personal firewall এ interactive mode করে দিন। কাজ শেষ এবারে মজা দেখুন। এবারে কিছু নতুন জিনিস দেখতে পারবেন নেট কানেক্ট করলে। দেখবেন সেসব সফটওয়্যার নেট চায় তারা পারমিশন চাচ্ছে। এই রকম কিছু স্ক্রীশট নিচে দিলাম
তো এইভাবে পারমিশন চাইবে আপনাদের যেগুলা কে নেট দেয়া দরকার সেগুলা কে আলাউ করে দেবেন, নিচের মত
এই রকম ভাবে আলাউ করবেন ঃ- firefox, chrome, idm, driver, uc browser, antivirus, utorrent ইত্যাদি। আবার কোনো সফটওয়্যার কে নেট দিতে না চাইলে নিচের মত ডিনাই করে দেবেন
এই রকম ভাবে ডিনাই করবেন ঃ- বিভিন্ন ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, updater, microsoft word, exel, বিভিন্ন host process. মোট কথা আপনার পরিচিত সফটওয়্যার ছাড়া বাকী সব গুলাকেই ডিনাই করে দেবেন। তো আজ এই পর্যন্ত, লিখতে অনেক সময় লেগেছে, ভাল খারাপ যাই লাগুক মতামত দেবেন আশা করি। ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।