আপনার মাই কম্পিউটার হতে শেয়ার ডকুমেন্ট বাদ দিন অথবা ডিলিট করুন। (বোনাস হিসেবে একটি প্রয়োজনীয় লিংক)

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দেখেছি যে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ ভিসতাতে মাই কম্পিউটার খুললে শেয়ার ডকুমেন্ট দেখা যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার মাই কম্পিউটারের শেয়ার ডকুমেন্টটি ডিলেট করতে পারবেন। তাহলে শুরু করা যাক।

প্রথমে Run এ যেয়ে regedit লিখে এন্টার চাপ দিন। তার পর নিম্নোক্ত পথটি অনুসরন করুন।

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\ Windows\CurrentVersion\Explorer\My Computer\NameSpace\DelegateFolders

নিচে বিস্তারিত স্ক্রীনশট গুলো দেখুন।

চিত্র নং ১

চিত্র নং ২

চিত্র নং ৩

DelegateFolders  তে যাওয়ার পর নিচে সাব কী {59031a47-3f72-44a7-89c5-5595fe6b30ee} ডিলেট করুন।

এবার দেখুন আপনার মাই কম্টিউটারের শেয়ার ডকুমেন্টটি নেই।

আশা করি টিউনটি ভালো লাগলো।

বি: দ্র: উক্ত কাজটি শুধু মাত্র উইন্ডোজ সেভেন ব্যতীত বাকী অন্য সব উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেমে করা যাবে। উইন্ডোজ সেভেনে করা যাবে না কারন, উইন্ডোজ সেভেনের মাই কম্পিউটারে শেয়ার ডকুমেন্ট থাকে না।

**বোনাস**

বোনাস হিসেবে আজকে যে লিংকটি দিবো তা আশাকরি কম্পিউটার শিক্ষায় পরদর্শীতা অর্জনের জন্য আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই সাইটটিতে আপনি বিভিন্ন ধরনের টিউটরিয়াল পাবেন। আশা করি সাইটি আপনাদের পছন্দ হবে।

Click Here

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

What is the procedure for Windows 7 OS? I have tried and maintain all the procedures but coming to the last stage I found the sub key different from yours………So, what should I do?

লিংকটা শেয়ার করার জন্য ধন্যবাদ

ভাই শেয়ার ডকুমেন্ট বাদ দিলে অথবা ডিলিট করলে কি লাভ হয়? আর না করলে কি ক্ষতি হয়?