আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করি সারাক্ষাণ। আজ আমি একটা খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যার Computer ইউজ করি অনেক সময় আমাদের গুরুত্বপূর্ন ফাইল বা ফোল্ডার অনাখাঙ্কিত ভাবে বা অনইচ্ছাকৃত ভাবে ডিলিট হয়ে যায়। যা অনেক সময় আমাদের বিপদে ফেলে দেয়। আজ আমি আলোচনা করব এবং এ নিয়ে একটা ভিডিও তৈরী করেছি কিভাবে খুবই সহজে আপনি আপনার ডিলিট হওয়া ফাইল খুবই সহজে আবার ফিরিয়ে আনতে পারেন।
প্রথমে icare Data Recovery নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে আপনার পিসিতে ইন্ষষ্টল করুন। এবং আপনার যে ড্রাইভ থেকে Data Delete হয়ে গেছে সেই ড্রাইভটা সিলেক্ট করুন। এবং স্কেন করুন। তারপর কিছুক্ষন সময় অপেক্ষা করুন। দেখেবেন আপনার রিমুভ হওয়া ডাটা আপনার Show করছে। এখান থেকে আপনার ডিলিট হওয়া ডাটা সিলেক্ট করুন এভাবে মাত্র কয়েকটি ক্লিক করে খুবই সহজে ডাটা ফিরিয়ে আনুন। নিচের ভিডিওতে খুবই সহজ ভাবে দেখানো হয়েছে তা দেখে নিন। এবং আপনার ডাটা ফিরিয়ে আনুন।
কোন সমস্যার জন্য আমাদের ফেসবুক পেইজে জয়েন করুন এবং ম্যাসেজ করুন। ভিডিওটি একটু হলেও উপকারে আসলে টিউনে টিউমেন্ট, শেয়ার দিবেন। আর ভাল না লাগলেও জানাতে পারেন।
আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।