YouTube Video এর জন্য প্রফেশনাল ও সুন্দর Thumbnail তৈরী করবেন কিভাবে কোন সফটওয়্যার ছাড়া।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সবাই সব সময় ভাল থাকুন এটাই কামনা করি সারক্ষান। YouTube এখন অনেকের কাছে প্রফেশনাল একটা প্ল্যাটফরম হয়ে গিয়েছে। যারা ইউটিউবে প্রফেশনাল তারা হয়ত অনেক কিছু জানেন এবং অনেক সুন্দর ভাবে ভিডিও আপলোড করেন।

কিন্তু যারা ইউটিউবে নতুন তাদের জন্য আজকের টিউন। ইউটিউব ভিডিও এর জন্য Thumbnail একটা খুবই গুরুত্বপূর্ন বিষয়। কারন একটা ভিডিও কেমন ভিউ হবে তা অনেকটা Thumbnail এর উপর নির্ভর করে। যত সুন্দর হবে Thumbnail তত বেশী ভিউ হবে আপনার ভিডিওতে।

দেখা গেল একটা ভিডিও খুবই ভাল মানের কিন্তু তার Thumbnail দেখতে তেমন সুন্দর না তাহলে ভিউয়াররা সেই ভিডিওটা দেখতে তেমন আগ্রহী হয়ে উঠে না। তাই ভিডিও তৈরী করার আগে অবশ্যই ভিডিও Thumbnail সুন্দর ভাবে তৈরী করতে হবে।

কিন্তু কিভাবে তৈরী করবেন। আজ আমি এ নিয়ে ৬ মিনিটের একটা ভিডিও তৈরী করেছি। কিভাবে কোন সফটওয়্যার ছাড়া সুন্দর ভাবে একটা Thumbnail তৈরী করবেন।

এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন - How make Thumbnail for YouTube Videos

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস