আসসালামু আলাইকুম। রমজানের ৩য় দিনে সবাইকে শুভেচ্ছা। সেই সাথে ঘুর্নিঝড় মোরা,য় যেন কারো ক্ষতি না হয় তার জন্য আল্লাহ’র কাছে দোয়া করছি। আজ খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন টিউটোরিয়াল সাইট, ব্লগ সাইট বা নিউজ সাইট যে সাইটগু্লো আপনার নিয়মিত ব্রাউজ করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু অনেক সময় ইন্টারনেট না থাকলে সেই সাইটগুলো ব্রাউজ করা যায় না। আজ আমি দেখাব কিভাবে আপনি ইন্টারনেট ছাড়া কোন ওয়েবসাইট ব্রাউজ করবেন।
প্রথমে HTTrack নামে একটা সফটওয়্যার আপনার পিসিতে ডাউনলোড করতে হবে। নিচের ভিডিও লিংকে এই সফটওয়্যারের ডাউনলোড লিংক দেওয়া আছে। সেখান থেকে ডাউনলোড করে নিন। এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর আপনি আপনার কম্পিউটারে ইন্সষ্টল করুন। ইন্সষ্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর সফটওয়্যারটি Run করুন। এবার Project Name, Project Category and Base Path এই ৩টি অপশন সিলেক্ট করুন। তার পর Next বাটনে ক্লিক করুন।
এবার নতুন একটি উইন্ডো ওপেন হবে এখন থেকে Action এই অপশনে Website Download এটা সিলেক্ট করুন। তারপর website URL এ গিয়ে যে সাইটটি ডাউনলোড বা ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে চান সেই ওয়েবসাইট ইউআরএলটি দিন। এবং Next বাটনে ক্লিক করুন। আর কিছু সময় অপেক্ষা করুন। এবর পর আপনি ফাইলটি যেই লোকেশনে সেভ করেছেন সেখান থেকে ব্রাউজ করুন।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।