এখন আর উইন্ডোজ এক্সপি ইন্সটল করতে সিডি রম লাগবে না, আপনার পেন ড্রাইভটি ব্যবহার করে কোন ঝামেলা ছাড়াই দ্রুত কাজ চালিয়ে নিতে পারবেন।
এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম যা লাগবে তা হলো সর্বনিম্ন এক গিগাবাইট ধারণক্ষমতার একটি ইউএসবি ড্রাইভ। বেশি হলেও সমস্যা নেই। তবে অবশ্যই দেখে নিতে হবে যে সেটি FAT ফাইল সিস্টেম সাপোর্ট করে কি না। সাধারণত অধিক ধারণক্ষমতা সম্পন্ন অর্থাৎ আট বা ষোল গিগাবাইটের অধিকাংশ পেন ড্রাইভগুলো শুধুমাত্র FAT32 ফাইল সিস্টেম সাপোর্ট করে। আর তাই সবার আগে এই বিষয়টি নিশ্চিত হতে হবে। আর লাগবে Windows XP এর একটি সিডি। সরাসরি সিডি ব্যবহার করেও কাজটি করা যায়, কিন্তু কাজের সুবিধার্থে একটি ব্যাকআপ হার্ডডিস্কে রেখে দিন। সিডি ব্যবহার করে Windows XP সেটাপের ক্ষেত্রে যে সমস্যাটি হয়, ঐ সিডিতে যদি স্ক্র্যাচ থাকে তাহলে ফাইল মিসিংয়ের একটি আশংকা থেকে যায়। যেটি পেন ড্রাইভের ক্ষেত্রে নেই বললেই চলে।
যাই হোক কিভাবে করবেন এবার সেই প্রসঙ্গে আসি। প্রথমে Bootable পেন ড্রাইভ তৈরির জন্য প্রয়োজনীয় টুলসটি ডাউনলোড করে নিন। এবার নিচের ধাপগুলো ক্রমান্বয়ে অনুসরন করুন।
- Press 1 and then Enter. একটি Folder Browse Window খুলবে। এখান থেকে হার্ডডিস্কে রাখা Windows XP এর ব্যাকআপ কপিটির লোকেশন দেখিয়ে দিন।
- Press 2 and then Enter. ভার্চুয়াল ড্রাইভ তৈরির জন্য Drive Letter হিসেবে T চাপুন এবং Enter দিন।
- Press 3 and then Enter. পেন ড্রাইভের Drive Letter দিন।
- Press 4 and start the process.
ব্যাস হয়ে গেল আপনার Bootable Pen Drive. এখন BIOS এ ঢুকে First Boot Device হিসেবে USB সিলেক্ট করে দিলেই Boot করানো যাবে। তবে কিছু BIOS এ Boot Priority নির্বাচন করে দিতে হয়। কম্পিউটার রিস্টার্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে একটি মেনু দেখা যাবে। তাতে GUI Mode এবং Text Mode নামে দুইটি Option থাকবে। এবার Text Mode নির্বাচন করে দিলেই পেন ড্রাইভ থেকে Windows XP Setup করা যাবে। আশা করি সহজেই করতে পারবেন।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
A virus attack in my pc. It blocks dll file, so no program can’t be open. A note pad appear where written, ‘just kidding [email protected]‘
I’ve contact by the address but no reply.
As I don’t want to miss all of my file, so I want to block or remove the virus. plz help me.
ভাই, আমার পেন ড্রাইব 4 জিবি [Fat 32] কাজ হবে? আর পেন ড্রাইব থেকে সেটাপ করলে কি সময় কম লাগে?
ধন্যবাদ
কি ভাবে কম্পিউটার ফরম্যাট করতে পারি অনুগ্রহ করে জানাবেনকি !!!!!!
ছৈয়দ জাফর উল্লাহ
বেহ্জাত ফামের্সী,
কাতার দোহা.
cd usbxp\bootsect লিখে Enter দিলাম.কিন্তু এই লাইন দেখাচ্ছে বার বার the system can not find the path specified কি করব বুঝতে পারছি না.সাহায্য করুন.
মিথুন ভাই, যে টুলটির ডাউনলোড লিঙ্ক দিয়েছেন তা কাজ করছেনা। সেটি অন্যভাবে কি পেতে পারি?
cd usbxp\bootsect লিখে Enter দিলাম.কিন্তু এই লাইন দেখাচ্ছে বার বার the system can not find the path specified কি করব বুঝতে পারছি না………. বার বার চেষ্টা করে ,অবশেষে ব্যর্থ ?
ফরিদ ভাই উপরের ধাপ অনুসারে আমি করেছি এবং এক্সপি সেটাপও দিয়েছি। ১০০% কাজ হয়। আপনি এক কাজ করুন usbxp ফোল্ডারটি সরাসরি C ড্রাইভে রেখে তারপর শুধু cd usbxp\bootsect লিখে Enter দিন। মিথুন ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। জটিল একটি টিউন লিখেছেন।
মিথুন ভাই,
আমার কম্পিউটারে নতুন সমস্যা আর তাহলো: welcome screen এসে দাড়িয়ে থাকে, যদি উইন্ডোজ স্টার্ট হয় তাহলে আমার দেয়া ওয়েলপেপার আসে কিন্তু টাস্কবার এবং আইকন আসে না।” এখন কি করতে পারি বলবেন কি………………?????????????????
আর আপনার টিউনের কথা কি বলবো অসাধারণ একটা টিউন, কাজ করতেছে…………………..
একটা প্রশ্ন :- এটা দিয়ে কি অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারব কিনা…………..
মিথুন ভাই, আমি বিভিন্ন প্রকার windows XP এর CD থেকে 1 press করে windows XP Borwes করেছি। কিন্তু প্রতিবার ই Error Message : The Path d:\windows xp does not contain Windows XP Source File
Press any key to continue…..
Please Solve the Problem
সুন্দর একটি টিউনের জন্য ধন্যবাদ। আচ্ছা মিথুন ভাই এই Bootable Pen Drive-এ কি এর পাশাপাশি আমার অন্যান্য file রাখতে পারব?