কারিগরি শিক্ষা ভর্তি নীতিমালা ও ডিপ্লোমা কোর্সে ভর্তি ২০১৭-২০১৮ | Bangladesh Technical Education News

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য নিম্নরূপ "ভর্তি নীতিমালা-২০১৭" প্রণয়ন করা হল।

১। সংজ্ঞা (যেটা সবার জানা উচিৎ):
* 'বোর্ড' বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বুঝাবে।
* 'কলেজ' ও 'ইন্সটিটিউট' বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি-প্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান।
* 'নির্ধারিত ফরম' বলতে অনলাইনে প্রদর্শিত আবেদন ফরম বুঝাবে।
* 'শিক্ষার্থী' বা 'প্রার্থী' বলতে ছাত্র-ছাত্রী উভয়


২। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তির আবেদনের যোগ্যতা:

* সরকারি প্রতিষ্ঠান(৪ বছর মেয়াদী ডিপ্লোমা):
২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে দেশের সকল শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি / দাখিল / এসএসসি (ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল) সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তির জন্য আবেদন করতে পারবে।
সেক্ষেত্রে ছেলেদের ভর্তির জন্য সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে মোট জিপিএ ৩.৫০ থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে মোট জিপিএ ৩.০০ থাকতে হবে। এবং 'ও' লেভেলের যেকোন একটি বিষয়ে 'সি' গ্রেড এবং 'ডি' গ্রেড পেয়ে উত্তীর্ণরা আবেদন করতে পারবে।

* বেসরকারি প্রতিষ্ঠান(৪ বছর মেয়াদী ডিপ্লোমা):
২০০৮ থেকে ২০১৭ সালে দেশের সকল শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি / দাখিল / এসএসসি (ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল) সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কমপক্ষে জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তির জন্য আবেদন করতে পারবে।
'ও' লেভেলের যেকোন একটি বিষয়ে 'ডি' গ্রেড এবং গণিতসহ অন্য যে কোন দুটি বিষয়ে নূন্যতম 'ই' গ্রেড পেয়ে উত্তীর্ণরা আবেদন করতে পারবে।

৩। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি কার্যক্রম সময়সূচিঃ

*সরকারি প্রতিষ্ঠানের সময়সূচিঃ
উভয় শিফটে ভর্তির সকল কার্যক্রম ১৫/০৫/২০১৭ থেকে ২৯/০৬/২০১৭ তারিখের মধ্য ভর্তি সম্পন্ন করতে হবে। তবে আসন শূন্যতা বিবেচনায় অপেক্ষামান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তির লক্ষ্যে সময় বাড়তে পারে।

*বেসরকারি প্রতিষ্ঠানের সময়সূচিঃ
র্তির সকল কার্যক্রম ১৫/০৫/২০১৭ থেকে ৩১/০৭/২০১৭ তারিখের মধ্য ভর্তি সম্পন্ন করতে হবে। তবে আসন শূন্যতা বিবেচনায় অপেক্ষামান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তির লক্ষ্যে সময় বাড়তে পারে।

৪। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্লাস শুরুঃ
সরকারি এবং বেসরকারি উভয় কার্যক্রমের ক্লাস ১/৮/২০১৭ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

৫। ভর্তি ও ফি (সরকারি, বেসরকারি উভয়ের জন্য):
* প্রথম এবং দ্বিতীয় শিফটের জন্য একবারই আবেদন করতে হবে।
* অন-লাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- টাকা ডাচ-বাংলা ব্যাংক লিঃ এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ ১০ টি টেকনোলজি জন্য আবেদন করা যাবে।
অন-লাইনে প্রতি শিফটের জন্য একবারই আবেদন কারা যাবে।

* ডিপ্লোমা পর্যায়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবেঃ
রেজিস্ট্রেশন ফি-২০০
রোভার স্কাউট ফি-১৫
রেডক্রিসেন্ট ফি-২০

* সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য ১১২৫/- টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য ২৩৫/- টাকা এসএমএস এর মাধ্যমে প্রধান সাপেক্ষে ভর্তি নিশ্চায়ন করতে হবে। তবে শর্ত থাকে যে, কোন শিক্ষার্থীর পাঠ বিরতি থাকলে, বিলম্বে ভর্তি হলে এবং শাখা/বিষয়ে পরিবর্তন করলে তার নিকট হতে উপরিউক্ত ফি এর অতিরিক্ত ফি গ্রহণ করা হবে।

৬। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যবলিঃ
* ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যবলি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.bteb.gov.bdএবং http://www.btebadmission.gov.bd) এর সংশ্লিষ্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের/অধিদপ্তর/পরিদপ্তর/প্রতিষ্ঠানের ওয়েব সাইটে পাওয়া যাবে।

* ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে হতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সকল শিক্ষাক্রমের ভর্তি কার্যক্রম শুধুমাত্র অনলাইনে এবং শিক্ষার্থীদের এসএসসি না সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে সম্পন্ন করা হবে।

* ভর্তি সংক্রান্ত নীতিমালার আলোকে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় প্রয়োজনে পরিপত্র জারি করবে।
🙂
কারিগরি শিক্ষা বোর্ড সংক্রান্ত সকল প্রকার নিউজ আপডেট পেতে নিচের ফেইসবুক পেজ, গ্রুপ এবং ওয়েবসাইট এ এক্টিভ থাকুন।
ওয়েবসাইটঃ http://bdtechsite.com
পেজঃ
* বা.কা.শি বো-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নোটিশ বোর্ড ও শর্ট সাজেশন
* Bangladesh Technical Education News & Helpline
* BDTechSite.Com - Community of Engineering Student
* Diploma Engineer's of Bangladesh

নোটিশ বোর্ড আপডেড

অফিসিয়াল হেল্প লাইন নাম্বার

Help Line (8:00 AM to 8:00 PM)
  • 01789309980
  • 01789309981

কোন প্রকার সমস্যা হলে অবশ্যই জানাবেন টিউমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই 

আমার চ্যানেল টি সবাই সাবস্ক্রাইব করবেন এখানে 

 

Level 0

আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস