বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা প্রতিদিন কমপক্ষে ৩/৫ বার TECHTUNES এ প্রবেশ করার চেস্টা করতাম জখনি দেখতাম পেজ আশেনা তখন মনটা ভিশন খারাপ হয়ে যেত আজ যখন দেখলাম TECHTUNES চলে এসেছে তখন যে আমার কি ১ তা অনুভুতি হয়েছে তা আমি কাউকে বলে বুজাতে পারব না তাই TECHTUNES এর অ্যাডমিন দের প্রতি অনুরুধ আর জেন এমন না হয়
যারা উইন্ডোজ 7 উইস করেন তাদের ১ তা সমস্যা হল ল্যাপটপ এ ওয়েবক্যাম পায় না অথচ ওয়েব এ ঠিকই পায় জাদের এই সমস্যা আছে তারা এখন থেকে খুব সহজে আপনার ওয়েবক্যাম ব্যবহার করতে পারবেন চলু কথা না বারিয়ে কাজে যাই প্রথমে এখান থেকে ছোট্ট সফটওয়্যার তা ডাউনলোড করে নিন মাত্র ১ এমবি ।
এবার extract করে ভিতরে ২ টা ফাইল পাবেন debutsetup আর debut converter এখান থেকে ebutsetup ফাইল টা সেটআপ দিন এবার স্ক্রীন শট দেখে আপনার ইচ্ছামত সব কিছু ঠিক করে নিন । আর debut converter দারা আপনি ফাইল বিভিন্ন Format এ convert করতে পারবেন।
আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রীন শট টি তে ১/২/৩/ এভাবে তীর চিনহ দারা বিভিন্ন জায়গা চিনহিত করেছি এবার আমি চিনহিত জায়গা গুলু সম্পর্কে বিস্তারিত বলব
১ নং চিনহিত জায়গায় ক্লিক করলে আপনার ওয়েবক্যাম দেখাবে । আপনি যদি ওয়েবক্যাম থেকে ছবি তুলতে চান তাহলে ৯ নং চিনহিত জায়গায় ক্লিক করুন তাহলেই ছবি উটবে । ৪ নং এ ক্লিক করলে আপনার ছবি অথবা রেকর্ড করা ভিডিও ফাইল দেখতে পারবেন
২ নং এ ক্লিক করলে আপনার স্ক্রীন দেখাবে
৩ নং এ ক্লিক করলে আপনি আপনার সময় সেট করতে পারবেন যে সময় অনুজায়ি রেকর্ড হবে
৫ নং এ ক্লিক করে আপনি স্ক্রীন এর নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দিতে পারবেন রেকর্ড এর জন্য
৬ নং এ ক্লিক করে আপনি আপনার ভিডিও টি কি format এ করতে চান তা সিলেক্ট করতে পারবেন
৭ নং এ ক্লিক করে আপনি আপনার ভিডিওর Bitrate নির্ধারণ করে দিতে পারবেন
৮ নং এ ক্লিক করে ভিডিও output এডিট করতে পারবেন এখান থেকে স্ক্রীন সাইজ নির্ধারণ করা জায় অর্থাৎ আপনার ভিডিও কত pixel হবে তা ঠিক করে দিতে পারবেন defaut ভাবে স্ক্রীন ৬৪০/৪৮০ pixel দেয়া থাকে
৯ নং এ ক্লিক করে আপনি স্ক্রীন শট নিতে পারবেন
আর ভিডিও রেকর্ড করার জন্য ৬ নং তীর এর একেবারে নিচে লাল রেকর্ড বোতামে ক্লিক করুন ।
আশা করি সফট টা আপনাদের ভাল লাগবে। আর কোন প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন ।
আপনার কম্পিউটার এ মাইক্রোফোন লাগানু থাকলে সাউন্ড সহ রেকর্ড হবে
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks. আমার এক সৌদি বন্ধুর এই Problem টা হয়েছে। আমি কোনপ্রকার সমাধান দিতে পারিনি। আজকে মনে হয় পারবো