আপনার WINDOWS 7 এ ওয়েবক্যাম পাচ্ছেনা সমস্যা সমাধান করে নিন খুব সহজে 1MB soft

বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা প্রতিদিন কমপক্ষে ৩/৫ বার TECHTUNES এ প্রবেশ করার চেস্টা করতাম জখনি দেখতাম পেজ আশেনা তখন মনটা ভিশন খারাপ হয়ে যেত আজ যখন দেখলাম TECHTUNES চলে এসেছে তখন যে আমার কি ১ তা অনুভুতি হয়েছে তা আমি কাউকে বলে বুজাতে পারব না তাই TECHTUNES এর অ্যাডমিন দের প্রতি অনুরুধ আর জেন এমন না হয়

যারা উইন্ডোজ 7 উইস করেন তাদের ১ তা সমস্যা হল ল্যাপটপ এ ওয়েবক্যাম পায় না অথচ ওয়েব এ ঠিকই পায় জাদের এই সমস্যা আছে তারা এখন থেকে খুব সহজে আপনার ওয়েবক্যাম ব্যবহার করতে পারবেন চলু কথা না বারিয়ে কাজে যাই প্রথমে এখান থেকে ছোট্ট সফটওয়্যার তা ডাউনলোড করে নিন মাত্র ১ এমবি ।

DOWNLOAD

এবার extract করে ভিতরে ২ টা ফাইল পাবেন debutsetup আর debut converter এখান থেকে ebutsetup ফাইল টা সেটআপ দিন  এবার স্ক্রীন শট দেখে আপনার ইচ্ছামত সব কিছু ঠিক করে নিন । আর debut converter দারা আপনি ফাইল বিভিন্ন Format এ convert করতে পারবেন।

আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রীন শট টি তে ১/২/৩/ এভাবে তীর চিনহ দারা বিভিন্ন জায়গা চিনহিত করেছি এবার আমি চিনহিত জায়গা গুলু সম্পর্কে বিস্তারিত বলব

১ নং চিনহিত জায়গায় ক্লিক করলে আপনার ওয়েবক্যাম দেখাবে । আপনি যদি ওয়েবক্যাম থেকে ছবি তুলতে চান তাহলে ৯ নং চিনহিত জায়গায় ক্লিক করুন তাহলেই ছবি উটবে । ৪  নং এ ক্লিক করলে আপনার ছবি অথবা রেকর্ড করা ভিডিও ফাইল দেখতে পারবেন

২  নং এ ক্লিক করলে আপনার স্ক্রীন দেখাবে

৩  নং এ ক্লিক করলে আপনি আপনার সময় সেট করতে পারবেন যে সময় অনুজায়ি রেকর্ড হবে

৫  নং এ ক্লিক করে আপনি স্ক্রীন এর নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দিতে পারবেন রেকর্ড এর জন্য

৬  নং এ ক্লিক করে আপনি আপনার ভিডিও টি কি format এ করতে চান তা সিলেক্ট করতে পারবেন

৭  নং এ ক্লিক করে আপনি আপনার ভিডিওর Bitrate নির্ধারণ করে দিতে পারবেন

৮  নং এ ক্লিক করে ভিডিও output এডিট করতে পারবেন এখান থেকে স্ক্রীন সাইজ নির্ধারণ করা জায় অর্থাৎ আপনার ভিডিও কত pixel হবে তা ঠিক করে দিতে   পারবেন defaut ভাবে স্ক্রীন ৬৪০/৪৮০ pixel দেয়া থাকে

৯  নং এ ক্লিক করে আপনি স্ক্রীন শট নিতে পারবেন

আর ভিডিও রেকর্ড করার জন্য  ৬ নং তীর এর একেবারে নিচে লাল রেকর্ড বোতামে ক্লিক করুন ।

আশা করি সফট টা আপনাদের ভাল লাগবে। আর কোন প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন ।

আপনার কম্পিউটার এ মাইক্রোফোন লাগানু থাকলে সাউন্ড সহ রেকর্ড হবে

পূর্বে এখানে প্রকাশিত

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks. আমার এক সৌদি বন্ধুর এই Problem টা হয়েছে। আমি কোনপ্রকার সমাধান দিতে পারিনি। আজকে মনে হয় পারবো

অবশ্যই আমি আগে এই সফট এক্সপি তে ভিডিও recorder হিসেবে উইস করতাম যখন দেখলাম সেভেনেও কাজে লাগে তখন ভাবলাম এটাকেই ৭ এর webcam ড্রাইভার হিসেবে উইস করব তারপরেই সবার সাথে শেয়ার করতে লাগলাম হাহাহাহাহাহাহহাহাহাহ

ভাই আমার ওয়েব কেম পায় কিন্তু ঘোলা দেখা যায় । এর কি কোনো সমাধান আছে ?

    hoyto apnar camerar samne moyla porse . Ar na hole apnar camerar resolution valo na. Ar 1 ta kaj korte paren apnar camerar driver ta install diye dekhte paren.

হুম কাজের আমার কাছে আছে 😀 যাদের নেই তাদের কাজে লাগবে।।।।।:D

একটি প্রশ্ন ভিডিও চ্যাটিং করতে নেট স্প্রিড কত লাগে? কেউ জানাবেন কি?

Level 0

আমি আমার লেপটপ এ "Ad hoc Network" তৈরি করতে পারছি না। আমি লেপটপের নেট কানেকশান ওয়াইফাই নেটওয়ার্ক হিসেবে মোবাইল এ ইউস করতে চাচ্ছিলাম । যাই করি না কেন শেষে মেসেজ আসে Windows can't setup "Network given Name ". (In Windows7: Open network and sharing centre>>Setup A new connection or Network>>Setup a wireless ad hoc). কেউ কি এ বেপারে সাহায্য করতে পারেন।