আমরা যারা উইন্ডোজ এক্সপি ইউস করি তারা প্রায়ই ভিবিন্ন সমস্যার সম্মুখিন হই যেমন:
- ১ ফোল্ডার ওপেন করলে আওয়াজ হয় না ।
- ২ ডেক্সটপ আসতে অনেক দেরি হয়
- ৩ ডেক্সটপ আসলেও উইন্ডোজ স্টার্টআপ সাউন্ড আসতে দেরি হয়
- ৪ my Computer ওপেন করলে নিচের মত স্ক্রীন আশে ফোল্ডার শো করেনা
- ৫ ফোল্ডার অপশন ডিজেবল হয়ে যায় হাইড ফাইল শো করেনা
- ৬ ফোল্ডার এ Double ক্লিক করলে ওপেন হতে অনেক দেরি হয় ঘন ঘন পিসি হ্যাঁঙ করে
- ৭ ফাইল কপি হতে দেরি হয়
ইত্যাদি ইত্যাদি
আমরা যারা উপরের সমস্যার মুখুমুখি হই তারা কোন উপায় না পেয়ে নতুন করে উইন্ডোজ ইন্সটল দেই তখন আর ঝামেলা পোহাতে হয় ড্রাইভার সেটাপ দেয়া নতুন করে সব সফট ইন্সটল দেয়া ইত্যাদি । কিন্ত আজ আমি আপনাদের কে ১ টা ট্রিক্স শিখাব যার ফলে এই সব সাধারন সমস্যার জন্য আর নতুন করে উইন্ডোজ ইন্সটল দিতে হবে না । এই জন্য যা করতে হবে প্রথমে আপনার ডেক্সটপ থেকে সব ফাইল ভিতরে অন্য কোন ড্রাইভ এ সরিয়ে নেন এবার মাই ডকুমেন্টস থেকে দরকারি ফাইল সরিয়ে নেন । এবার আপনার পিসি তে ১ টা ইউজার একাউন্ট খুলুন ইউজার একাউন্ট খুলার জন্য কন্ট্রোল প্যানেল এ যান
এবার create new account এ ক্লিক করুন
করে নতুন একাউন্ট তৈরি করুন
একাউন্ট তৈরি করা শেষ হলে আপনার পিসি রিস্টার্ট দিন
রিস্টার্ট হলে নতুন একাউন্ট দারা পিসি ওপেন করুন
এক্ষেত্রে পিসি স্টার্ট হতে ১ টু দেরি হবে কম্পিউটার চালো হলে আবার
কন্ট্রোল প্যানেল এ যান ইউজার একাউন্ট এ ক্লিক করুন তার পর আপনার আগের
আকাউন্ট এর উপর ক্লিক করুন
এরপর delete the account e click করুন
এবার delete files এ ক্লিক করুন
এবার delete account এ ক্লিক করুন
সব শেষে পিসি পুনরায় রিস্টার্ট দিন এখন আপনার পিসি উপরের ঝামেলা মুক্ত তবে কিছু কিছু ক্ষেত্রে সব ঝামেলা দূর নাও হতে পারে । কার কার হল জানাবেন।
ভাল টিপস।