আপনার কি একাধিক কম্পিউটার বা ল্যাপটপ আছে? একই সাথে যখন একাধিক কম্পিউটার ব্যবহার করেন তখন কি আলাদা আলাদা কিবোর্ড, মাউস ব্যবহার করে থকেন? 😕 উত্তর হ্যাঁ হয়ে থাকলে এই টিউনটি আপনার জন্য আলাদিনের দৈত্ত হয়ে যেতে পারে 😻 কেননা, এখন থেকে আপনি একটি মাত্র মাউস, কিবোর্ড দিয়েই একই সাথে একাধিক পিসি নিয়ন্ত্রন বা ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে টেকটিউনসের সুপ্রিম টিউনার ফাহাদ ভাই অনেক আগেই একটি টিউন করেছেন, চাইলে সেটিও এখান থেকে দেখে আসতে পারেন। 🙂
এ কাজ করার জন্য প্রথমেই আপনাকে ১.২ মেগাবাইট সাইজের একটি ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। 😆
কিভাবে ইন্সটল ও সেটআপ করবেন তা জানতে নিচের ভিডিওটি দেখুন। আর হ্যাঁ ভিডিও দেখার পূর্বে যতগুলো পিসিতে একই মাউস বা কিবোর্ড ব্যবহার করতে চান ততগুলো পিসিতেই উক্ত সফটওয়্যারটি ইন্সটল করে নিন। 🙄
টিউনটি যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানাতে ভূলবেন না যেন। আর সেটআপ করতে গিয়ে যদি কোন প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই টিউনের নিচে টিউমেন্ট করে জানাবেন। 🙂
পুর্বে প্রকাশিতঃ kawserTech
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...
প্রিয় মোঃ আব্দুল কাওসার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।