SSC তে কম পয়েন্ট পেয়েছেন ? এখনই পুনঃনিরীক্ষণের আবেদন করে পয়েন্ট বাড়িয়ে নিন

আপনি যদি কোন বিষয়ে ভালো পরীক্ষা দিয়ে থাকেন, এবং দেখেন যে গ্রেট কম পেয়েছেন তাহলে পুনঃনিরীক্ষণের আবেদন করে পয়েন্ট বাড়িয়ে নিতে পারবেন।

আবেদন করলে পয়েন্ট কমার কোন ঝামেলা নেই, বরং .৫ হলেও বাড়বেই।

যে বিষয় গুলোতে সবথেকে কম নম্বর পেয়েছেন সেগুলো চ্যালেঞ্জ করুন।

পুনঃনিরীক্ষণের আবেদন এর জন্য যা করতে হবে

আপনার একটি টেলিটক সিমের প্রয়োজন। অন্য সিম দিয়ে হবে না।

বিষয় প্রতি ১২৫ টাকা প্রয়োজন।

এস এম এস খরচ ৫ টাকা।

 

১ম ধাপ

আবেদন করতে মেসেজ অপশনে গিয়ে লিখে RSC <Space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে আপনার রোল লিখে < Space> Subject Code লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বরে।

example: RSC DHA 136850 150 to 16222

তার পর আপনার কাছে পিন আসবে।

২য় ধাপ

মেসেজ অপশনে গিয়ে লিখে RSC <Space> YES লিখে <Space> দিয়ে Pin Number <Space> দিয়ে আপনার মোবাইল নম্বর লিখুন। তারপর সেন্ড করুন ১৬২২২ নম্বরে।

example: RSC YES 56892 01712345678 to 16222

মোবাইল নম্বর যেকোন কোম্পানির দেওয়া যাবে।

 

 

 

 

লেখাটি পড়ে না বুঝে থাকলে ভিডিও দেখুন

https://www.youtube.com/watch?v=VgpPYDCyz5E

 

 

Level 2

আমি Udvabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় উদ্ভাবন হবে,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।