সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আমাদের অনেক সময় নানা কারণে নেটে বিভিন্ন ফাইল আপলোড করতে হয়, অথবা বিভিন্ন কারণে যেমন ফাইল ব্যকআপ করার জন্য online storage এর দরকার পড়ে। এজন্য আমরা বিভিন্ন file sharing site যেমন: rapidshare, hotfile, ziddu, mediafire, megaupload, fileserve ব্যবহার করি। এগুলো থেকে file download করা কি যে ঝামেলার ব্যপার তা নতুন করে বলার কিছু নেই। আবার এসব সাইটে ফাইল থাকে একটা limited সময়ের জন্য, তারপর ডিলিট করে দেয়, ip address নিয়ে ঝামেলা করে download করার সময়ে, ওয়েটিং টাইম শেষ হয়না,- আরো কতো যে ঝামেলা। এদিক থেকে আমার কাছে 4shared.com কে আলাদা মনে হয়। কারন,উল্লেখিত কোন ঝমেলাই এতে নেই এবং ফ্রী ইউজার হিসেবেও আপনি বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। আপনি 4shared এ sign up করেই পাবেন 10 gb space, তাতে খুশিমত ফাইল upload ও download করতে পারবেন।আর আপনি যদি 4shared toolbar ডাউনলোড করেন, তাহলে আপনাকে আরও ৫ জি,বি বাড়তি space দেয়া হবে(তবে এটি আমার কাছে ঝামেলাপূর্ণ মনে হয়েছে)।আপনি যতদিন active থাকবেন, ততদিন আপনার account চালু থাকবে। active থাকতে হলে আপনাকে ৩০ দিনে কমপখে ১ বার log in করতে হবে। 4shared এর আরেকটি সুবিধা হলো এর built in search engine, ফলে আপনি খুব শহজে আপনার দরকারি ফাইল খুজে পাবেন। আপনি চাইলে যে কারো upload করা একটি ফাইল অথবা তার upload করা সমসতো ফাইল এক ক্লিকে আপনার account এ add করতে পারবেন।account এর লুকটাও বেশ, একে management করার সকল tools দেয়া আছে।আমার account:
এবার আসি আসল কথয় - যদিও আমাদের অনেকের ধারণা 4shared থেকে ফ্রী ইউজার হিসেবে parallel download করা যায়না, তারপর download resume করা যায়না, - আসলে এসব ধারণা ভুল।আপাত দৃষ্টিতে তা সত্যি মনে হলেও, আপনি যদি 4shared desktop ব্যবহার করেন, তাহলে এসব ১০০% সম্ভব।মাত্র 5 Mb সাইজের 4shared desktop আপনি ফ্রী ডাউনলোড করতে পারবেন 4shared.com থেকেই।লিঙ্কঃhttp://dc153.4shared.com/download/aK3Km2yI
এবার আসুন 4shared desktop এর গুণ বর্ণনা করি। এর সাহায্যে আপনি আপনার 4shared account এ আপনার pc থেকে সহজেই upload করতে পারবেন। ধরুন, আপনি একটি গানের folder upload করবেন, যার ভেতরে অনেকগুলো sub-folder আছে, তাহলে আপনি যদি parent/main folder টা upload করেন, তাহলে এর sub-folder গুলো আপনা-আপনি upload হয়ে যাবে – ঠিক আপনার কম্পিউটারের মত। এছাড়াও এর আরও একটি unique সুবিধা হল আপনি যে কোন ফাইল আপলোড যে কোন সময়ে pause & resume করতে পারবেন, আমার জানা মতে এই সুবিধা অন্য কোন file hosting site দেয়না।
এইতো গেল আপলোডের কথা – এবার আসি download এর কথায়। 4shared desktop দিয়ে ডাউনলোড করাতো পানির মতো সোজা, এই নিয়ে নতুন করে বিস্তারিত নাইবা বলি।তবে সংক্ষেপে বলিঃ আপনার যা download করা দরকার তা আপনার account এ থাকলে তো ভাল, আর না থাকলে search করে আপনার account এ add করে নিন।তারপর 4shared desktop এর মাধ্যমে আপনার account এ log in করে সেই ফাইলটি download শুরু করুন। download এ পাবেন unlimited resume support। আমি নিজে একটি প্রায় ৩০০ M,b র ফাইল ১ সপ্তাহ লাগিয়ে pause-resume করে download করেছি|
4shared এর আরেকটি অসাধারন ফিচার হল WebDav. এখন প্রশ্ন উঠতে পারে WebDav আবার কি জিনিস? এটি হল এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনি সরাসরি আপনার কম্পিউটারের “My Computer” থেকে আপনার Hard disk এর সাধারন drive এর মতই আপনার 4shared account টি access করতে পারবেন। এটি configure করতে নিচের পদ্দতি অনুসরণ করুন (কপি-পেস্ট মারার জন্য সরি):
***Follow the instructions to set up WebFolder in Microsoft Windows XP
Click 'Start' and then choose 'My Computer'
Choose 'Tools' Option (from the top of window)
Click 'Map Network Drive' from the list
Click 'Sign up for online storage or connect to a network server' at the bottom of the window
Click 'Next'
Select 'Choose another network location' then click 'Next >' again
In the address field you will type http://webdav.4shared.com:80/wa
Enter your 4shared account login and password
Click 'Next'
Click 'Finish'
*আরও বিস্তারিত জানতেঃhttp://help.4shared.com/index.php/Main_Page
***বিশেষ দ্রষ্টব্য: 4shared এ parallel download, download resume, folder-sub folder upload ইত্যাদি সুবিধা পেতে হলে অবশ্যই 4shared desktop ব্যাবহার করতে হবে!
আমার পরবর্তী টিউন হবে password protected pdf & copyright protected pdf ফাইল নিয়ে।
আমি ধূপ ছায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 802 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভেচ্ছা! আমি আরিফ, একজন শখের ব্লগার।
4shared dekstop lagbe abar???
মিডিয়াফায়ার কেন ব্যব্হার করবনা টার কোনো কারন আছে?
মিডিয়াফায়ার এ Users receive at least 3 notification emails that files are pending for deletion before any deletion actually occurs. Logging into your account is sufficient to prevent deletions.
thanx for ur tune