Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভাল আছেন। প্রথমে আমার ইউটিউব চ্যানেল Era IT তে সাবস্ক্রাইব করার আমন্ত্রন জানাচ্ছি। আজ কিছু গুরুত্ত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। যারা windows 10 ব্যবহার করেন তাদের এ টিপসগুলো অবশ্যই জানা দরকার।

নিচের বিষয় গুলো নিয়ে আমি ভিডিও তৈরী করেছি। তার মধ্যে অনেকেই আমার কাছে জানতে চান Gadgets অপশনটা তাদের পিসিতে সো করে না। ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে তা আপনার পিসিতে আনবেন। আর Dock Application টা কাজের সুবিধার জন্য সবারই পিসেতে থাকা অবশ্যই দরকার। আর এই এপ্লিকেশনটা থাকলে অনেক সুন্দর দেখায় ও কাজেরও সুবিধা হয়। আর Windows Logon Sound হচ্ছে। আপনার পিসি অন হওয়ার সময় একটা সাউন্ড আসে এই সাউন্ডটা ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছেমত মিউজিক এখানে এড করে দিতে পারবেন। তাহলে নিচের ভিডিওটা দেখুন আর কোন ধরনের সমস্যা হলে ভিডিওতে টিউমেন্টস করে জানাবেন।

যা যা আছে :

  • Add or Remove System Desktop Icons
  • Change Windows Logon Sound
  • Remove Cortana Search Bar
  • Pin Items To Taskbar
  • Change Taskbar and Menus Color
  • Use Peek Feature
  • Use a Dock Application
  • Get Desktop Gadgets

এবিষয় গুলো নিয়ে নিচের ভিডিও তৈরী করেছি। যা কম বেশী সবারই কাজে লাগবে।
ভিডিও দেখুন

আপনার পিসির  MAC Address  যারা পরিবর্তন করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন

সৌজন্যে : Era IT

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে

Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস