এবার ফেসবুকের ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার নিজেই তৈরি করুন আর হয়ে যান ক্রিয়েটিভ

ফেসবুকের নতুন প্রোফাইল হয়তো অনেকেই দেখেছেন। এখন ফেসবুকের প্রোফাইল পিকচার শো করে একটু ভিন্নভাবে। আর এখানেই দেখাতে পারেন আপনার ক্রিয়েটিভিটি। সেটা কেমন এইতো? নিচের ছবি গুলা দেখেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। 😀

এবার বলি কিভাবে এমন মজার ছবি আপনি বানাতে পারেন।
ফেসবুকে লগ ইন করে যান এই লিঙ্কে ।

তারপর ক্লিক করুন নিচের মতো।

এখন ভাল কোয়ালিটির একটা ছবি আপলোড করুন।
আপলোড করতে কিছুক্ষন সময় লাগতে পারে।
তারপর নিচের মতো আপনার ছবিটি আসবে।

আপনার ইচ্ছা মতো ছবি স্ক্রল করে বা মাউসের কার্সর দিয়ে ঠিক মতো বসিয়ে done বাটনে ক্লিক করেন।
কিছুক্ষন অপেক্ষা করার পর নিচের মতো ক্লিক করে ঐছবিটি প্রোফাইল পিকচার সেট করুন।

এখন আপনার প্রোফাইলে গিয়ে দেখুন আপনার ক্রিয়েটিভ ছবি! 😛

ফেসবুকের থিম পরিবর্তন করতে দেখতে পারেন আমার এই টিউন।

আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই পোস্ট করলেন কেমনে ? বলেন ভাই পোস্ট করতে পারছি না

জটিলস্ জিনিস ভাই প্রিয়তে নিলাম।

এটা বাগ না এটা ওয়ার্ডপ্রেসের নতুন অপশন।
আমাদের ডেভু শুধু এটাকে আবশ্যিক করে দিয়েছেন।

ধন্যবাড ভাইয়া এক্ষুনি ট্রাই করে দেখছি!

Level New

jottil jinish ……try kore dekhbo…

শেষ পর্যন্ত FB PIC নিয়া একটা জটিল টিউন পেলাম, এই pic সেট করার জন্য কত সাইটে যে ঘুরছি শেষ পর্যন্ত একটা লিঙ্ক পাইছিলাম http://www.fbcrop.com এটা দিয়া কাম চালাইছি। কিন্তু আপনারটা জটিল, আপনার সব টিউনই আমার ভাল লাগে, ধন্যবাদ শেয়ার করার জন্য

Nothing to say

কডিন হইছো গো ভাই কঠিন কাজ হইব।

এককথায় চমৎকার। খুব ভাল একটা টিউন। আপনার টিউন সেঞ্চুরীর অপেক্ষায় আছি 🙂

Thanks for your trips

জটিল হইছে।।।।।।।।

ভাই আপনাকে বহুত মোবারাকবাদ। আল্লাহ আপনার সুন্দর শিক্ষনীয় টিউনসগুলোর উত্তম পুরুষ্কার দান করুন।

ভাই কাম হইছে

জটিল

ধইন্যা