ফেসবুকের নতুন প্রোফাইল হয়তো অনেকেই দেখেছেন। এখন ফেসবুকের প্রোফাইল পিকচার শো করে একটু ভিন্নভাবে। আর এখানেই দেখাতে পারেন আপনার ক্রিয়েটিভিটি। সেটা কেমন এইতো? নিচের ছবি গুলা দেখেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। 😀
এবার বলি কিভাবে এমন মজার ছবি আপনি বানাতে পারেন।
ফেসবুকে লগ ইন করে যান এই লিঙ্কে ।
তারপর ক্লিক করুন নিচের মতো।
এখন ভাল কোয়ালিটির একটা ছবি আপলোড করুন।
আপলোড করতে কিছুক্ষন সময় লাগতে পারে।
তারপর নিচের মতো আপনার ছবিটি আসবে।
আপনার ইচ্ছা মতো ছবি স্ক্রল করে বা মাউসের কার্সর দিয়ে ঠিক মতো বসিয়ে done বাটনে ক্লিক করেন।
কিছুক্ষন অপেক্ষা করার পর নিচের মতো ক্লিক করে ঐছবিটি প্রোফাইল পিকচার সেট করুন।
এখন আপনার প্রোফাইলে গিয়ে দেখুন আপনার ক্রিয়েটিভ ছবি! 😛
ফেসবুকের থিম পরিবর্তন করতে দেখতে পারেন আমার এই টিউন।
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ভাই পোস্ট করলেন কেমনে ? বলেন ভাই পোস্ট করতে পারছি না