ফ্রীতে নিন OCR plugin (Optical Character Recognition)- Foxit Phantom suit এর জন্য।(ডাইরেক্ট লিঙ্ক)

সব্বাইর প্রতি রইল সালাম। আমার আজকের টপিক OCR এড-অন।আমরা অনেক সময় নেট থেকে অনেক দরকারি pdf ebook

ডাউনলোড করি যেগুলোতে text কপি করা যায় না, অথচ কপি করা প্রয়োজন - এই অবস্থায় কি করা যায়? সাধারনত image

দিয়ে তৈরি বা low quality pdf গুলতে এই সমস্যা দেখা যায়। তবে Foxit Phantom suite থাকলে চিন্তা

নেই, এর একটি ফ্রী অ্যাড অন আছে, নাম Foxit Phantom OCR Add-on। এর সাহায্যে আপনি যে কোন লাতিন হরফ

সম্বলিত কপি করা যায় না এমন pdf কে কপি করার উপযোগী document এ convert করতে পারবেন, । বলা বাহুল্য, কনভার্ট করার পর প্রাপ্ত

document টি হুবহু মূল document এর মতই হবে, শুধু copy করার ability টা বাড়তি হিসেবে যোগ হবে।

সময়ের অভাবে screenshot দিতে পারলামনা বলে দুঃখিত।

download:
OCR Add-onটির সাইজ ২৬ মে,বা। আমি আপনাদের জন্য ডাইরেক্ট লিঙ্ক দিলাম,
ডাউনলোডকরুনঃ
http://cdn01.foxitsoftware.com/pub/foxit/addonservice/ocr/OCR_1.0.0.0801.fzip

Installing:
এবার Add-on টি install করার পালা। এজন্যঃ
১।প্রথমেই Foxit Phantom কে run করান।
২। ক্লিক করুন Help>install updates
৩।এবার আপনার ডাউনলোড করা .fzip format এর ফাইলটি দেখিয়ে দিন। ব্যাস, হয়ে গেল install.

Installতো করলেন, এবার pdf কনভার্ট করার পালা।এজন্যঃ
১। প্রথমেই যে pdf কনভার্ট করবেন তা Foxit Phantom দিয়ে ওপেন করুন।
২।ক্লিক করুন Tools>OCR
৩।এবার যে যে page কনভার্ট করবেন, তা define করে দিন। যদি পুরোটাই  করতে চান, তাহলে select করুন
'All Pages', কিছুক্ষণ অপেক্ষা করুন- সবুরের ফল মিঠা হয়, দেখবেন আপনার document টি কনভার্ট হয়ে গেছে।

>>> আমি আপনাদের মাঝে নতুন,এটা আমার ২য় টিউন মাত্র, তাই ভুল-ভ্রান্তি থাকা স্বাভাবিক, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ও

হ্যাঁ, আমি ঠিক জানিনা এ বিষয়ে আগে টিউন হয়েছে কিনা, হলে জানাবেন।

Level 0

আমি ধূপ ছায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 802 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুভেচ্ছা! আমি আরিফ, একজন শখের ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ ভাই। এমন কিছু pdf ডাউনলোড করি যা দেখ যায় পাসওয়ার্ড দেয়া এগুলোর পাসওয়ার্ড কিভাবে বের করা যায় তা নিয়ে কেঊ যদি একটা টিউন করত বড় উপকৃত হতাম আশা করি কেউ না কেউ এগিয়ে আসবেন।অথবা পূর্বে যদি টিউন হয়ে থাকে তার লিঙ্ক যদি শেয়ার করতেন এখানে।

@রাজ ভাই,
এ বিষয়ে বিস্তারিত বলবো আমার পরবর্তী টিউনে। আমার কাছে কিছু সফট আছে, কিন্তু টেস্ট করা শেষ হয়নি।

Level 0

@Arif-Ur-Rahman, আমিও phoxit phantom ইউজ করি । এটা আমার কাছে all the best software । এটা দিয়ে কী করা যায় না !! ফাটাফাটি ….

আমি ফ্রি OCR ব্যাবহার করি, এটা কি ওইটার থেকে ভাল?