পিসির জন্য অনেক VPN দেখলেন। এইবার আমার দেখা ফ্রী বেস্ট VPN addon নিয়ে নিন।

আসসালামুআলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক দিন থেকেই এই বিষয়ে টিউন দিব ভেবেছিলাম কিন্তু বিভিন্ন কারনে দেওয়া হয় না। যাইহোক, আজকে একটু ফ্রী টাইমে টিউন টা লিখছি। আমাদের অনেকে অনলাইলে কাজ করার সময় IP চেঞ্জ করার প্রয়োজন হয়।সেই কারণ কম্পিউটারে হোক  আর মোবাইলে হোক বিভিন্ন VPN ইউজ করার প্রয়োজন হয়। নানা সময় VPN নিয়ে ঝামেলায় পড়তে হয়।

ডলার দিয়ে কিনার কথা বলে সমস্যা ফেলে। তো আমি আজ একটা VPN ADDON নিয়ে এসেছি। যেখানে USA সহ আরো কয়েকটা দেশের ip দিয়ে ফ্রী তে VPN ইউজ করতে পারবেন। আমি যেই অ্যাডডনের কথা বলছি সেটা আপনি গুগল ক্রোম, মজিলা ও অপেরার addon হিসেবে ব্যবহার করতে পারবেন। সেটির নাম হচ্ছে ZenMate।
গুগল ক্রোম এ অ্যাডডন টি যুক্ত করতে এই লিঙ্কে যান।  নিচের মতো উইন্ডো আসবে সেখানে - added to chrome এ ক্লিক করবেন। তারপর ADD Extention এ ক্লিক করবেন।

তারপর এই খানে এসে zenmate এর লগো দেখতে পাবেন।

সেখানে ক্লিক করলে ওদের সাইটে নিয়ে যাবে। আপনি create account এ গিয়ে ক্লিক করবেন।তারপর এইখানে এসে আন্দাজে একটা ইমেইল দিবেন আর পাসওয়ার্ড দিবেন।

তাহলেই আপনি এই অ্যাডডন ঠিক ভাবে কাজ করতে পারবেন। কোনো সমস্যা হলে টিউমেন্ট করবেন। দেখা হবে আগামী টিউনে। ভালো থাকবেন।

তাছাড়া আমার ফেসবুক আইডি- http://www.facebook.com/musfiq.rumman

ফেসবুক পেজ- http://www.facebook.com/official.mrrumman/

ফেসবুকেও সমস্যা জানাতে পারেন।
ধন্যবাদ।

Level 0

আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস