আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সামনে আবারো নিয়ে এলাম জিপি সিমের সোশ্যাল প্যাক দিয়ে পিসিতে ফ্রি নেট চালানোর ট্রিক। সরাসরি কাজে চলে যাই। আগেই বলে নেই আমি ফ্রি নেট চালিয়েই টিউন করতেছি। তাই এটা ১০০০০০০০% কাজ করবেই।
যা যা লাগবেঃ
একটা এন্ড্রোয়েড ফোন, পিসি ও কিছু সফটওয়্যার। সাথে USB ক্যাবল।
কাজের ধাপ।
১৮ টাকায় ১ জিবি সোশ্যাল প্যাক নিতে ডায়াল করুন *৫০০০*৭৮# সাথে ৬০ মিনিট ফ্রি। মেয়াদ তিন দিন। নিচের লিংকে দেয়া সফটওয়্যার গুলো ডাউনলোড করুন। তারপর ফোনে ও পিসিতে ইন্সটল করুন। ফোনের Developer Option থেকে USB Debugging অন করে দিন। ফোনে ইন্সটল করা Foxfi Key ওপেন করে PdaNet+ এর লিমিট ভাঙুন। আর পিসিতে PdaNet+ ইন্সটল করুন। আর বলা চলে ফোনে ADB Driver ইন্সটল করা আবশ্যক না হলে পিসিতে ফোন কানেক্ট হবে না।
হাই স্পিড ফ্রি নেট ট্রিকঃ
এর মাধ্যমে আপনি ১ mbps স্পিড পাবেন তবে লিমিট আছে। আবার লিমিট ভাঙার উপায়ও আছে। প্লে স্টোর থেকে Web Tunnel ডাউনলোড করুন।
নিচের ছবির মত সেটিং করে কানেক্ট করুন।
ফোনকে পিসিতে USB দিয়ে কানেক্ট করুন। তারপর ফোনে ইন্সটল করা PdaNet+ চালু করে Active USB Mode এ ক্লিক করুন। পিসিতে থাকা Taskbar এ PdaNet+ এর আইকনে ক্লিক করে কানেক্ট করুন। এবার আরামসে ফ্রি নেট চালান।
স্লো স্পিড নো লিমিটঃ
লিচের দেয়া লিংক থেকে VPN হ্যান্ডেলার টি ডাউনলোড করে ইন্সটল দিন। ওপেন করে
Proxy Type: Real Host,
Proxy Server: m.facebook.com দিন। চালু করে কানেক্ট করুন। আগের মত PdaNet+ চালু করে পিসিতে কানেক্ট দিয়ে নেট চালান। Web Tunnle হ্যাক করার অনেক উপায় আছে। গুগলে সার্চ দিন। না পারলে বলুন পরে টিউন করব। আশা করি কোন সমস্যায় পড়বেন না।
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।
উইন্ডোজ ১০ মোবাইলের জন্য কিছু থাকলে দিন।