আসসালামুওয়ালাইকুম।
আমরা অনেকেই আছি যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারলেও কিভাবে পুরো প্লেলিস্ট ডাউনলোড করতে হয় তা জানিনা। অনেকে আবার সফটওয়্যার ব্যবহার করে ডাউনলোড করে। কিন্তু আমি আজ দেখাব কিভাবে কোন অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই আপনি কিভাবে ইউটিঊবের সমস্ত ভিডিও কিভাবে একসাথে ডাউনলোড করতে পারেন।
আগের টিউনে শুধু ভিডিও দিয়েছিলাম এজন্য অনেকের অনেক কথা শুনতে হয়েছে : (। এজন্য এইবারে ভিডিও এবং লেখা দুইটাই দিচ্ছি। যাদের মেগাবাইট অনেক বেশী অথবা ব্রডব্যান্ড ব্যবহার করেন তারা নীচের ভিডিও থেকে দেখে নিতে পারেন কিভাবে কি করবেন। আর যারা লেখা পড়ে বুঝতে চান তারা পড়তে থাকেন। 😛
সবার আগে দেখে নেই কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায় (আগে একটা শিখি তারপর সব শিখব)।
এইটা একেবারেই সহজ। প্রথমে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি ওপেন করুন।
তারপর ভিডিওটির ইউ আর এল এর পরে দুইটা ss দিন এরপরে এন্টার প্রেস করুন। মানে মনে করুন আপনার ভিডিওটির ইউ আর এল "http://youtube.com/watch?v=7hIMF0jF9Eo" এইরকম দুইটা s দেবার পরে ইউ আর এল দেখতে হবে এই রকম "http://ssyoutube.com/watch?v=7hIMF0jF9Eo" নীচের ছবি দেখলে বুঝতে পারবেন।
এরপরে ডাউনলোডের পেজ চলে আসবে। এইখানে আপনি যে ফরম্যাটের চান সেই ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। বিভিন্ন সাইজ শো করবে, ছোট বড় সব ধরনের অপশন দেখাবে।
এবার আসি কিভাবে ইউটিউবের প্লে লিস্টের সমস্ত ভিডিও একসাথে ডাউনলোড করতে পারি। এক্ষেত্রেও অতিরিক্ত কোন সফটওয়্যার এর প্রয়োজন পড়বে না শুধু পিসিতে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইন্সটল করা থাকলেই চলেবে। প্রথমে আপনি যে প্লেলিস্টটি ডাউনলোড করতে চান সেই প্লে লিস্টটি ইউ আর এল থেকে পুরোটা কপি করুন।
এবারে এই "http://youtubemultidownloader.com/playlist.html" এইখানে যান। যাবার পরে দেখতে পাবেন playlist link নামে একটা ঘর আছে। ওই ঘরে আপনার কপিকৃত লিঙ্কটি পেস্ট করুন এবং পাশের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
এরপর একটা লিঙ্ক জেনারেট হবে। অবশ্যই ১০০ পারসেন্ট হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১০০ পারসেন্ট হয়ে গেলে লিঙ্কের উপর ক্লিক করে Ctrl+A প্রেস করে পুরো লিঙ্কটি কপি করুন।
এবার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এ গিয়ে ট্যাস্ক থেকে Add Batch download from clipboard এই লেখাতে ক্লিক করুন।
এবার এইরকম উইন্ডো আসবে। যতক্ষন না পর্যন্ত সবগুলো ভিডিও এর সাইজ দেখাবে তত সময় অপেক্ষা করুন। সব এসে গেলে নীত থেকে যেখানে সব ভিডিও সেভ করে রাখতে চান সেই ফোল্ডার সিলেক্ট করুন। এরপর স্টার্ট করুন এবং উপরের দেখানো অনুযায়ী ঘরে টিক চিনহ দিয়ে ওকে করুন। এবার দেখতে পাবেন প্লে লিস্টের অন্তর্গত সকল ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে।
আশাকরি আপনাদের আমার টিউনটি ভালো লাগবেনা। কারো ভাললাগেনা তাহলে আপনাদের কেন লাগবে। তবে ভাল না লাগার কারনগুলো টিউমেন্টে লিখে দিলে বুঝতে পারব আমার ভুলগুলো কি কি ছিল। আর যদি একান্তই ভাল না লাগে তাহলে এই চ্যানলটি যদি সাবস্কাইব করা থাকে তাহলে আন সাবস্ক্রাইব করেন দিন। ধন্যবাদ। 🙂
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।