সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, এটা আমার প্রথম টিউন আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ভাল লাগাই আমার পরবতী কাজের অনুপ্রেরনা যোগাতে সাহায্য করবে।
কর্মক্ষেত্রে প্রোমোশন কে না চায়? সকলেই চেষ্টা করে চাকরিতে প্রোমোশন পাওয়ার। কিন্তু এমন অনেকেই আছেন যারা সারা বছর অমানবিক পরিশ্রম করার পরও প্রোমোশন পান না।
আবার অনেকেই খুব দ্রুত প্রোমোশন পেয়ে যান। কিন্তু কিভাবে সম্ভব? জেনে নিন প্রোমোশন পাওয়ার ১০টি সহজ কৌশল-
- ১ . আপনার বস কি চাচ্ছেন তা আগে ভালো ভাবে বুঝুন। তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করুন। এক কথায় আপনার বসের কাজ সহজ করে দিন। আপনার উপর বর্তমানে অর্পিত দায়িত্ব যদি ঠিক ভাবে পালন করতে পারেন। তবে আপনার সক্ষমতা নিয়ে একটা বিশ্বাস জন্মাবে যা আপনাকে প্রোমোশন পেতে অনেকটাই সাহায্য করবে।
- ২ . আপনার নতুন নতুন পরিকল্পনাগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। আপনার কর্মদক্ষতা, বিচক্ষণতা, কর্মস্পৃহা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়বে। আর এইগুলোই আপনাকে এনে দিবে সফলতা।
- ৩ . কোম্পানির নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। কোম্পানির নিয়মের বহির্ভূত কোন কাজ করবেন না। স্বজনপ্রীতি হতে দূরে থাকুন। কাউকে অতিরিক্ত কোনো সুবিধা দেয়া থেকে বিরত থাকুন। এক কথায় সততার সাথে কাজ করুন।
- ৪ . সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। কখনই কোন সহকর্মীকে তার কাজ নিয়ে ছোট করা যাবে না। প্রয়োজনে তাকে সাহায্য করুন। এতে করে আপনার কাজে দক্ষতা বাড়বে। পাশাপাশি আপনার প্রোমোশনের চান্সও বেড়ে যাবে।
- ৫ . নিজের কাজ করার পাশাপাশি উপরের লেভেলের কিছু বাড়তি দায়িত্ব নিতে পারেন। আপনি যে পদে প্রোমোশন পেতে চান সে লেভেলের কাজগুলো দক্ষতার সাথে করে দেখান।
- অর্থাৎ প্রোমোশনের আগেই প্রমাণ করুন যে আপনি ওই পদের জন্য উপযুক্ত।
- ৬ . অফিসে সময়মত আসার চেষ্টা করবেন। আগে থেকে না বলে অফিস কামাই করবেন না। অযথা ঘন ঘন ছুটি নিবেন না।
- ৭ . আপনার পোশাক পরিচ্ছদের দিকে খেয়াল রাখবেন। এমন পোশাক পরিধান করা যাবে না যেটা আপনার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্থ করতে পারে।
- সবসময় প্রফেশনাল পোশাক পড়ার চেষ্টা করুন।
- ৮ . ট্রেইনিং করুন, নিজে শিখুন, অন্যকেও শিখান। এতে করে আপনি নিজেও নতুন কিছু শিখতে পারবেন।
- ৯ . নির্ধারিত সময়ের পূর্বে নিজের কাজগুলো শেষ করে রাখার চেষ্টা করুন। তাহলে আপনার উপর বাড়তি চাপ থাকবে না। আপনি নতুন কিছু নিয়ে ভাবার সময় পাবেন।
- ১০ . সর্বোপরি, কাজের মাধ্যমে আপনার দক্ষতাকে তুলে ধরুন। আপনি আপনার প্রতিভাকে তুলে ধরুন।আপনার শুধু দক্ষতা থাকলেই চলবে না, সেটা সকলের সামনে উপস্থাপন করতে হবে। এটা আপনাকে প্রোমোশন পাওয়ার সুযোগ করে দিবে।
এই টিউন টি আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে কিছুদিন আগে।
শেষ কথা
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। দেখা হবে আগামী টিউনে আর নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলবেন না।