এখন 3D এর মজা নিন অন্য ভাবে। স্মার্ট ফোন এর ছবিকে 3D হলোগ্রাম হিসেবে ভাসিয়ে তুলুন।

হ্যালো টিউনার'স
আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজকে আমি আপনাদের সামনে একটি মজাদার বিষয় উপস্থাপন করতে যাচ্ছি।
আমাদ্র সবাই কম বেশি 3D পছন্দ করি।কিন্তু এই 3D উপভোগ করার জন্য কত কিছুই না করা লাগে। কেমন হয় যদি আপনার মোবাইল এর ছবিগুল বাতাশের মাঝে হলোগ্রাম এর মত ভেসে বেরায়। নিশ্চয় ভাল লাগবে।

তো চলুন আজ কে দেখা যাক কিভাবে এই মজার কাজ টি করা যায়।

যা যা প্রয়োজনঃ
১।একটি প্লাস্টিক পেপার

২।কেচি

৩।সাদা টেপ

৪।আর আপনার প্রান প্রিও স্মার্ট ফোন।

১।প্রথমে একটি ছবি আঁকতে হবে চার কোনার যেখানে নির্দিষ্ট একটি মাপ আছে (ভিডিও তে কাগজ এর সেপ কেমন হবে দেয়া আছে)

২।এরপর কাগজ টি কেটে প্লাস্টিক পেপার এর উপর রেখে ৪টি একই রকম ভাবে কাটতে হবে।

৩।এরপর ৪ টি প্লাস্টিক কাগজ কে টেপ দিয়ে জোরা লাগাতে হবে। (কিভাবে লাগাতে হবে ভিডিও টে দেয়া আছে)

এরপর এই টিকে আপনার মোবাইল এর ডিসপ্লে এর উপর রাখুন। রুম টা অন্ধকার করে দিলে ভাল ভাবে দেখতে পারবেন।

বিস্তাড়িত ভিডিও টি তে দেখে নিন।

আশা করি সবাই বুজতে পেরেছেন।আমি এখানে একটি হলোগ্রাম প্রেসেন্ট করার জন্য একটি অ্যাপ ব্যবহার করেছি।

আপনি প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপ টি। (hologram pyramid video)

আশা করি সবাই 3D উপভোগ করার মজা নিতে পারবেন/
কোন সমস্যা হলে নিচে টিউমেন্ট এ জানাতে পারেন।

Level 0

আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস