পেন ড্রাইভ এর ০ বাইট স্পেস প্রব্লেম থেকে নিয়ে নিন চির মুক্তি ১০০% কার্যকর

হ্যালো টিউনার'স
কেমন আছেন শবাই।আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।আজকের পর্বে আমি আপান্দের দেখাব কিভাবে আপনি যেকোনো পেন ড্রাইভ কিনবা ইউএসবি ড্রাইভ এর ০ বাইট সমস্যা সমাধান করবেন।
সাধারণত আমরা অনেকেই এই সমস্যার সিকার হয়েছি।আমাদের এক্সটারনাল ড্রাইভ টা অনেক সময় দেখা জায় যে সেটাই কোন স্পেস দেখাচ্ছে না তখন আমরা মনে করি পেন ড্রাইভ টি নসট হয়ে গেছে। চলুন এই নষ্ট হওয়া পেন ড্রাইভ টি আজ আমরা ঠিক করি।

তো চলুন সুরু করা যাক।

  • ১।প্রথমে আপনার পেন ড্রাইভ টি কানেক্ট করুন পিসি তে
  • ২।দেখুন সেইটায় কোন স্পেস দেখাচ্ছেনা। আপনি মাই কম্পিউটার এ যান।
  • ৩।এরপর সেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশন এ যান।
  • ৪।আপনি হইত দেখতে পাচ্ছেন আপনার পেন ড্রাইভ টি কালো হয়ে আছে। ওটা আপনার পেন ড্রাইভ এর স্পেস কে আনলোকেটেড দেখাচ্ছে।
  • ৫।আপনি এই আনলোকেটেড অপশন এ রাইট ক্লিক করুন।এরপর নিউ ভলিউম সিলেক্ট করুন
  • ৬।এরপর সুধু নেক্সট নেক্সট দিয়ে জান।একদম শেষের দিকে আপনাকে বলা হবে আপনি কি হিসেবে পেন ড্রাইভ ফরম্যাট দিবেন।আপনি ফ্যাট৩২ সিলেক্ট করুন।

এরপর ফরম্যাট দিন।

কিছুক্ষুন অপেক্ষা করুন।।দেখবেন আপনার পেন ড্রাইভ ঠিক হয়ে গেছে।

কেউ যদি বুজতে না পারেন তাহলে এই ভিডিও টি দেখেন।

আশা করি বুজতে পেরেছেন।যদি কোন সমস্যা থাকে তাহলে টিউমেন্ট এ অবশ্যয় জানাবেন।

আর আমার চ্যানেল এ ঘুরে আশ্তে পারেন এরকম নতুন নতুন ট্রিক্স এর জন্য।। ধন্যবাদ।।

আমার আগের টিউন গুল দেখতে পারেন।

বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চান? নিয়ে নিন সমাধান।নিউ ট্রিক্স।।

হ্যাক করুন বন্ধুর মোবাইল এর চার্জ।নিয়ে নিন আপনার মোবাইল এ ১০০% কার্যকর।

প্লে স্টোরের সকল পেইড অ্যাপ ডাউনলোড করে নিন সম্পূর্ণ ফ্রী তে।।১০০% কার্যকর।
আপনার ল্যাপটপ কি পুরুষ নাকি মহিলা আজই জেনে নিন।

Android এর গ্যালারিকি সত্যিই প্রটেক্টেড? খুব সহজে বাইপাস করুন গ্যালারি লক.১০০% কার্যকর।

উইন্ডোজ এর পাসওয়ার্ড হ্যাক করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়া। ১০০% কার্যকর।

Level 0

আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস