মাত্র ২ মিনিটে এটিএম কার্ড দিয়ে বুথের মাধ্যমে টাকা ট্রান্সফার করুন অন্য একাউন্টে

মাত্র ২ মিনিটে এটিএম কার্ড দিয়ে বুথের মাধ্যমে টাকা ট্রান্সফার করুন অন্য একাউন্টে

সুপ্রিয় টিউনারগণ,

আসসালামুআলাইকুম।

প্রযুক্তি গোটা পৃথিবীটাকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকিং খাতে এসেছে ATM(Automated Teller Machine) Card এবং ATM Booth যার ফলে টাকা উত্তোলনের জন্য এখন আর দীর্ঘক্ষণ লাইনে দাড়াতে হয়না আমাদের। কিন্তু টাকা আপনার একাউন্ট থেকে অন্য একাউন্টে ট্রান্সফার করতে আমাদের ব্যাংকে যেতে হয়। সেটাকেও অনেক সহজ করে দিয়েছে আধুনিক প্রযুক্ত। বর্তমানে সকল ব্যাংকেই এখন ডিজিটাল প্রযুক্তির ATM Card ব্যবহৃত হচ্ছে।

তো আপনি চাইলেই খুব সহজে এটিএম কার্ড ও বুথের মাধ্যমে আপনার একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন মাত্র ২ মিনিটে। চলুন দেখে নেই কিভাবে সেটা করা যায়। (আমি ডাচ বাংলা ব্যাংক এর বুথ ব্যবহার করেছি, আপনি অন্য ব্যাংকের বুথেও এই সুবিধা পাবেন)

  • প্রথমে ATM বুথে গিয়ে আপনার কার্ডটি মেশিনে প্রবেশ করান এবং পিন নম্বর দিয়ে আপনার একাউন্টে প্রবেশ করলে নিচের ছবির মত অপশন পাবেন। যেখানে বামদিকে ৩য় নম্বর অপশন হচ্ছে Fund Transfer আপনি উক্ত বাটনে প্রেস করুন।
ছবি-১
ছবি-১
  • এবার আপনি নিচের মত ২টি অপশন পাবেন। সেখান থেকে THIRD PARTY ACCOUNT/ অন্য একাউন্ট বাটনে প্রেস করুন। অর্থাত যে ধরণের একাউন্টে পাঠাতে চান(ছবি-২)
ছবি-২
ছবি-২
  • এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি খেয়াল রাখা জরুরী। আমাদের হিসাব নম্বর সাধারণত 164103 XXXXX ধরণের অর্থাত ১১ ডিজিটের হয়ে থাকে, তবে প্রথম ৬ ডিজিট (164103) ছাড়াও অন্য কোড দিয়ে শুরু হতে পারে।  ATM Card এর মাধ্যমে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে আপনি নিচের মত Account নম্বর বসানোর জন্য একটি ঘর পাবেন। সেখানে যে একাউন্টে টাক ট্রান্সফার করবেন সেই একাউন্ট নম্বর এর 164103 এর পরে অর্থাত প্রথম ৬ ডিজিটের পরে ২টি অতিরিক্ত 00 (শুন্য) বসিয়ে ঐ একাউন্টের বাকি অংশ অর্থাত 164103 এর পরের অংশ(XXXXX) বসান(16410300XXXXX)। অতপর Correct/সঠিক বাটনে প্রেস করুন।
ছবি-৩
ছবি-৩
  • তারপর টাকার পরিমান বসানোর জন্য অপশন পাবেন, সেখানে আপনার প্রয়োজন মত টাকার পরিমাণ বসান এবং Correct/সঠিক বাটনে প্রেস করুন। কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনার Transaction সম্পন্ন হবে এবং মেশিন হতে একটি রশিদ(Confirmation Slip) বের হয়ে আসবে।

হয়ে গেল সহজেই আপনার টাকা ট্রান্সফার।

 

আশাকরি আপনাদের কাজে লাগবে।

ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সংশোধন করার সুযোগ দেয়ার জন্য অনুরোধ করছি।

সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন টাকা কাটবে কি??

Level 0

NO

ভাই অন্য একাউন্ট মানে বুঝলাম না, যেকোনো ব্যাংক একাউন্টে হবেকি? ব্যাপারটা ক্লিয়ার করেন।

    অর্থাত ডাচ বাংলা ব্যাংকের একাউন্টে । অর্থাত যে ব্যাংকের বুথ সেই ব্যাংকের একাউন্ট। @ আমিনুর রহমান