আসসালামু আলাইকুম।
ফ্রি ইন্টারনেটের বিষয়টিতে আমাদের আগ্রহ বরাবরই বেশি। আর এই বিষয়টিতে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে প্রচুর ব্যার্থ হই। আমার এই টিউন পড়তে আসা অনেকেই এটিকে ভাওতাবাজি ভাবছেন সম্ভবত। কিন্তু ভাবলেও আমার কিছু করার নেই। এটুকুই বলব, ইতিহাস সাক্ষী, আমি ভুয়া জিনিস নিয়ে টিউন করি না। আর এই টিউনে কোন প্রতারণা নাই। এটা ঠিক সেই ফ্রি নেট না যেটা আমরা কোম্পানীকে ঠকিয়ে চালাই। বরং বাংলালিংক কোম্পানী থেকেই এটা একটা অফার। সমস্যাটা হল ওদের পেজে বা সাইটে অফারটা দেখলাম না। তাই, লিংক দেওয়া গেল না। তবে এটা অফিসিয়াল অফার এটা বুঝতে বাংলালিংক মেলার সাম্প্রতিক টিউনের টিউমেন্টে দেওয়া রিপ্লাইগুলো দেখুন। আশা করি বিশ্বাস করবেন। আমি জানি, ফটোশপ করা খুব সোজা, তবে এই টিউমেন্টটা ফটোশপ নয়।
১। এটা শুধু বন্ধ বা নতুন সিমের জন্য না। যেকোন সচল যেকোন সিমে *৫০০০*১১১# ডায়াল করুন।
২। আগামীকাল ভোরে ঘুম থেকে উঠুন, দেরি করলেই লস!
৩। এবার দুর্দান্ত স্পিডে{বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, আমি গড়ে ৪৫০ কিলোবাইট(সর্বোচ্চ ৯৫০ এর মত) ডাউনলোড স্পিড পেয়েছি!} থ্রিজি নেট চালান। এমনকি পিসিতেও চলবে।
৪। ১ গিগাবাইট শেষ হলে স্পিড কমবে। তাও ১২৮ কিলোবাইট স্পিড কি খুব কম?
৫। জানিনা, ডিঅ্যাক্টিভেটের কারণ আছে কিনা, তবে কোন কারণে করতে চাইলে *৫০০০*১১২# ডায়াল করেন।
৬। সিমে টাকা থাকিলে এবং টাকা কাটিলে আমি কিছু জানি না বলে দিলাম। তবে আশা করি কাটবে না। যেহেতু অফিসিয়াল অফার, তবু টাকা না রাখাই ভাল। এ ধরণের কোন ঘটনায় আমি দায়ী থাকব না।
৭। সকাল ১০টা বাজলে নেট ডিজকানেক্ট করে দিন। টাইম আউট!
আর কিছু লেখার প্রয়োজন আছে কি? নাই বোধহয়। সিমের আরো অফার পেতে আমাদের সাইটে ঘুরে আসুন। আল্লাহ হাফেজ।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
এতে অন্তত কিছু মানুস সকালে ঘুম থেকে উঠার অভ্যাস তৈরি হতে। এ জন্য বাংলালিংকে ধন্যবাদ।