প্রিয় টিউনারগন,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন বিরত থাকার কারনে। আমি অনেক ব্যস্ত ছিলাম এবং এখন অনেক ব্যস্ত।তারপরেও আপনাদের ছেড়ে থাকতে পারলাম না।তাই আবার ফিরে এলাম ।যাই হোক টিউন শুরু করার আগে আপনাদের কে আমি আমার বাংলা ফোরাম এর লিঙ্ক দিয়ে রাখি ।আপনারা সকলে আমন্ত্রিত ।
বাংলা ফোরাম এ যেতে এখানে ক্লিক করুন
আমার আজকে ৫০ টিউন পুর্ন হল। জানিনা কত দিন টিউন করতে পারবো ।আপনাদের সাথে সব সময় থাকতে চাই।কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি আজ আপনাদের কে উইন্ডোজ ৭ এর কিছু টিপস দিব।আশা করি অনেকের কাজে লাগবে।
১।রাইট বাটনে copy to folder এবং move to folder যোগ করতে নিচের লিঙ্ক থেকে ফাইল টি ডাউনলোড করে ডাবল ক্লিক করে ,
ডাউনলোড লিঙ্ক
ডাউনলোড করলে ৩ টি ফাইল zip করা পাবেন ।unzip করে নিন।এরপর "AddDefragToDriveMenu " ফাইল টি কে ডাবল ক্লিক করে ইয়েস প্রেস করুন।
ব্যস ,হয়ে গেল। এবার কোন ফাইল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখুন।
কোথায় কপি করবেন তা দেখিয়ে দিন
২। রাইট বাটনে যুক্ত করুন disk defragment :
প্রথমে run এ গিয়ে regedit লিখুন এরপর
HKEY_CLASSES_ROOT এ ক্লিক করুন
এরপর Drive এ ক্লিক করুন , এরপর shell এ ক্লিক করুন
shell কী এর নিচে একটি নতুন কী তৈরি করুন এবং এর নাম দিন runas ,
এরপর আপনি runas এর নিচে আর একটি কী তৈরি করুন এবং এর নাম দিন “command” ।এর পর command e ডাবল ক্লিক করে এর value দিন defrag %1 -v
ব্যস , কাজ শেষ।
না পারলে এখান থেকে ডাউনলোড করে নিন
ডিফ্রাগ্মেন্ট হবার পর এরকম মেসেজ পাবেন।
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
১ম টিপসটি নিয়ে আগে টিউন হয়েছে,২য় টিপসটি নতুন,ধন্যবাদ।50 তম টিউনের জন্য আপনাকে শুভেচ্ছা।PC-র সকল Drive ও Folder ১ ক্লীক এ Refresh করার command (.bat) file তৈরি করব কীভাবে জানেন কী?