টেকটিউনসের কমেন্টে দিন ইমোটিন :lol: (মাইক্রোটিউন)

??????????????মহা আশ্চর্য ক্যাটাঘরি থেকে মাইক্রোটিউন কই গেল?????????????
কেমন আছেন সবাই। আসলে আজকের টিউন টি আপনাদের জন্য না। আমার জন্য। তাই যারা বলবেন এরকম টিউন আগেও হয়েছে তাদেরকে বলব, "মাফ কইরা দেন"। আমরা বিশেষ করে আমি কমেন্ট করার চেয়ে ইমোটিন ব্যবহার করতে বেশি পছন্দ করি। তাই কোড গুলো মনে রাখতে হয়।
মাঝে মাঝে গুগলকে ডাক দিতে হয়। তাই টিউন হিসেবে এখানে রেখে দিলাম।
হা হা হা।

আইকন টেক্সট টেক্সট পুরা টেক্সট আইকন টেক্সট
smile“:)”“:-)”“:smile:”lol“:lol:”
biggrin“:D”“:-D”“:grin:”redface“:oops:”
sad“:(““:-(““:sad:”cry“:cry:”
surprised“:o”“:-o”“:eek:”evil“:evil:”
eek“8O”“8-O”“:shock:”twisted“:twisted:”
confused“:?”“:-?”“:???:”rolleyes“:roll:”
cool“8)”“8-)”“:cool:”exclaim“:!:”
mad“:x”“:-x”“:mad:”question“:?:”
razz“:P”“:-P”“:razz:”idea“:idea:”
neutral“:|”“:-|”“:neutral:”arrow“:arrow:”
wink“;)”“;-)”“:wink:”mrgreen“:mrgreen:”

আমার করা সবচেয়ে ছোট টিউন এটা। এর চেয়ে মাইক্রোটিউন কি আর হতে পারে বলেন।

আমার আগের টিউনটা চাইলে দেখে আসতে পারেন।
আপনি কি জানেন? টেকটিউনস২.০ সম্পর্কে আরো জানতে চাইলে পড়তে পারেন(আপডেটেড)।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই পুরা আপনার মত লাগল।:-) আমি আগে জানতাম না ধন্যবাদ ভাই

এটা নিয়ে আমি টিউন করতাম।দিলেন তো মিয়া ভাত মাইরা ❗ 😮 👿 😡 তোরে আমি খাইছি 😈 😉

🙂 eita ka

এই রকম কিছুই চাচ্ছিলাম… 8)

    😉 আপনার চাওয়া পূর্ণ করলাম। এবার আমাকে কি দিবেন বলেন। 😈

হো হো হো হো হো হো হো হো হো…………………হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা……………………..

    😡 স্যার হাসেন কেন?

তাইত বলি মাঝে মাঝে কমেন্টের উত্তরে এই রকম কিছু একটা মুখুমুখি হতে হয় কিন্তু খুজে পাচ্ছিলাম না কোথায় থেকে আসে এই সব,
এখন জিনিসটা পরিষ্কা,
ধন্যবাদ ভাই জানানোর জন্য…… “:)”

    আতাউর ভাই, হল না তোঃ ” ” এইগুলো দিতে হবে না। “:)” ➡ 🙂

“:D”“:D”“:D”“:D”