প্রথমে ক্ষমাপ্রার্থী, যদি আগে কেউ এই ধরনের পোষ্ট করে থাকে।
আমি টেকটিউনস-এর একজন নিয়মিত পাঠক। টেকটিউনস-এর কাছ থেকে শুধু নিয়েই গেলাম, কিছু দিলাম না। তাই আজ কিছু দেয়ার চেষ্টা করছি। খুবই সহজ একটি বিষয় উপহার দেয়ার চেষ্টা করছি। যারা জানেন ভাল, যারা জানেন না, তাদের জন্য....
আমরা ওয়েব সার্ভার ব্রাউজ করার জন্য সাধারনত FileZilla, FireFTP ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় অনেক কম্পিউটারে সার্ভার ব্রাউজ করার প্রয়োজন পরে যেখানে এ ধরনের সফটওয়্যার ইনস্টল করা থাকে না। এক্ষেত্রে নানা রকম ঝামেলায় পড়তে হয়। আপনি চাইলে উইন্ডোজে বসেই আপনার সার্ভার ব্রাউজ, কপি-পেষ্ট, ডিলিট ইত্যাদি করতে পারেন। এজন্য আপনার My Computer খুলুন এবং নিচের ছবিটার মত Address bar-এ আপনার FTP Server address টাইপ করুন এবং Enter চাপুন।
এরপর নিচের ছবিটার মত একটা Log on as বক্স আসবে। ওখানে আপনার Username এবং Password লিখুন এবং Ok দিন।
এরপর উইন্ডোজে যেমন ব্রাউজ করেন, তেমন ব্রাউজ করতে পারবেন।
আশা করি পোষ্ট-টি কাজে লাগবে। ধন্যবাদ।
আমি নাজমুল হক পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Love all, trust a few, do wrong to none. - William Shakespeare
অনেক সময় অনেক কম্পিউটারে সার্ভার ব্রাউজ করার প্রয়োজন পরে কখন ???