কেমন আছেন সবাই,অনেকদিন পর নিউ টিউন নিয়ে আস্লাম।আজকের টিউন টা অনেকের জন্য দরকারি হবে বলে আশা করি।হেডিং দেখে বুঝতে পারছেন ডিম লাইট নিয়ে আজকের টিউন।
যারা রাতের বেলা লাইট অফ করে ঘুমাতে পারেন না, একটু আলোর দরকার, তাদের জন্য তো রয়েছে বাজারে পাওয়া যায় বিভিন্ন রকমের ডিম লাইট, আমিও সেরকম আলো ছাড়া ঘুমাতেপারি না(ভয়ের কারনে, ভুতের ভয়),তাই কিনে আনলাম সবুজ রঙের (এই রঙ চোখের জন্য ভালো) বাতি, কিন্তু এটা তে যে আলো হয় তাতে আমার ভয় দূর হল না।
এখন এর আলো বাড়ানোর কি উপায়? আবার বাতি টা দোকানে নিয়ে চেঞ্জ করব এই রাতে সে সম্ভব না, আর দোকানে যাওয়া আসার খরচ তাও নাই,তাই বসে গেলাম চাকু নিয়ে,এটার আলো বাড়ানোর জন্য,
😆 মনে করছেন চাকু দিয়ে আলো বাড়াব কিভাবে? বাতি কাটব,এক্টু কাটাকুটি করা লাগবে, ওটা ছিল প্লাস্টিকের ডিম লাইট, মানে বডি টা প্লাস্টিকের, চাকু দিয়ে বিভিন্ন জায়গায় ঘষে ঘষে কেটে (খুব সাবধানে,বডি গোল তাই চাকু পিছলে গেলে আঙ্গুল কেটে জেতে পারে), এই রকম করলাম,(ছবি দেখেন)
😀 😀 😀 বাতির কি দশা তাইনা ? প্রথম ছবি লাইট অফ, পরের টা লাইট অন
এরকমই যে করতে হবে তা না,বডি তে অনেক গুলা ফুটা করতে পারেন,
আসল কথা হল আলো বাহির করার উপায় আপনাকে বের করতে হবে, তবে এভাবে কাটার সুবিধা হল, আপনি ইচ্ছা করলে
ফাকা জায়গা গুলা বন্ধ করতে পারবেন,খুলতে পারবেন, আলো কম বেশি করা যাবে, কাজ শেষ, এই লাইটের ভিতর কোন গ্যাস নাই, কারন গ্যাস দিয়ে যদি চলত তাহলে কাটার পর বাতি জলত না,
এর ভিতর আপনি দেখতে পাবেন ৪টা এলইডি লাইট আর কিছু যন্ত্র, কাটতে গিয়ে ভিতরে যন্ত্রে গুতা লাগেনা যেন খেয়াল কইরেন।
আর কালার চেঞ্জ করবেন কিভাবে?
ডিম লাইটের বডি কাচের হলে তো সম্ভব ছিলনা, প্লাস্টিকের কারনে সম্ভব, কারন এই প্লাস্টিকের বডি আপনি চাইলে কেটে ফেলে দিতে পারবেন। তখন
এর ভিতর সাদা LED লাইট আপনাকে দিবে সাদা আলো। লাল, নিল হলুদ যে রঙ চান তার জন্য সে কালারের পলেথিন কাগজ দিয়ে বাতি ঢেকে দিন, হয়ে
গেল বিভিন্ন কালারের ডিম লাইট।
আর খরচ করে লাল, নিল হলুদ বাতি কেনা লাগবে না।
টিউন পরার জন্য ধন্যবাদ,এখন আর ভুতের ভয় নাই, ঘুমাই গেলাম।
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।