আপনার পিসির হার্ড ডিস্কের যত্ন নিন

পিসিতে প্রচুর পরিমাণে ফাইল থাকে, যা কাজের কারণে পিসিকে প্রচুর পরিমাণ ফাইল প্রসেস করতে হয়। প্রসেসের মাঝে ফাইলগুলো অনেক ভাগে বিভক্ত হয়ে যায়। এর ভগ্নাংশ ফাইলগুলো অগোছালো হয়ে যায়। এই অগোছালো ফাইলগুলো পিসির গতি রোধ করে দেয়। ভগ্নাংশ ফাইলগুলো খুঁজে বের করার জন্য আবার জোড়া লাগিয়ে দেয়ার জন্য উইন্ডোজে আছে উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার। আপনার উইন্ডোজে উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার খুঁজে পাওয়ার জন্য যান start>All Program>Accessories>System Tools এই প্যাথে। সেখানে যাবার পর আপনার হার্ডডিস্কের যাবতীয় ড্রাইভ শো করবে। একটা একটা করে অ্যানালাইজ করবেন এবং তার পর ডিফ্রাগমেন্টার  করবেন। এই কাজটি সপ্তাহে একদিন করা উচিত।
এ ছাড়া:

আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করতে বলব। 

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস