জেনে নিন mbps আর Mbps এর মধ্যে পার্থক্য।

আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের মাঝে নিয়মিত টিউন দিতে চাই কিন্তু টিউন দেওয়ার বিষয় খুজে পাইনা। আজ অনেকদিনপর একটা টিউন নিয়ে এসেছি  mbps
আর  Mbps এর মধ্যে পার্থক্য নিয়ে। তো আপনারা অনেকেই প্রায় ক্ষেত্রেই ভুল করেন বিষয়টি নিয়ে। সে জন্যই আজ আপনাদের সেটা পরিষ্কার করে দেওয়ার জন্য লিখছি।
যাই হোক,  mbps মানে  mega bit per second। যেহেতু ৮ বিটে ১ বাইট আর ১০২৪ বাইটে ১ কিলোবাইট সেহেতু 1 mbps মানে 1024/8= 128 কিলোবাইট।
আর Mbps মানে 1 Mega Byte Per Second। খুব কম সময়-ই আমাদের দেশে 1 Mbps স্পিড পাওয়া যায়। আমি একবার এয়ারটেলে 1.1 Mbps পেয়েছিলাম
অর্থাৎ 8.8 mbps speed পেয়েছিলাম।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝলে টিউমেন্ট করতে পারেন।
কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধানের চেস্টা করি। তাই কোনো সমস্যায় পরলে আমাকে ফেসবুকে জানাতে পারেন।

তাছাড়া আমার ফেসবুক আইডি-  http://www.facebook.com/mmrrumman

ফেসবুক পেজ- http://www.facebook.com/official.mrrumman/

ফেসবুকেও সমস্যা জানাতে পারেন।
ধন্যবাদ।

নির্দিস্ট পরিমাণ শব্দ না লিখার জন্য সরি।নির্দিস্ট পরিমাণ শব্দ না লিখার জন্য সরি।

ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 0

আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

mbps or Mbps or Mbit/s or Mb/s means megabits per second….small “b” stands for bits.
MBps means megabytes per second….capital “B” stands for bytes

https://en.wikipedia.org/wiki/Data_rate_units

http://www.attinternetservice.com/faqs/mbps-vs-mbps/