নতুন ইমেইল আসলে তার নোটিফিকেশন আসবে মোবাইলে(ফ্রী)। Gmail সহ বেশিরভাগ সার্ভীসের।

হুম সত্যি বলছি। তবে বিষয়টা একটু পেচ লাগানো। gmail বা yahoo এর কোন সার্ভিস না। এটা হবে শুধুমাত্র GP এবং BanglaLink-এ। আসল রহস্যটা হল ফেসবুকের sms নোটিফিকেশন। অর্থাৎ প্রত্যেকটি sms ফেসবুক ঘুরে আসবে।

সুবিধাসমূহঃ

  • ইমেইলের সাবজেক্ট আপনার মোবাইলে চলে আসবে।
  • কোন ফি দিতে হবেনা।
  • ইন্টার্নেট না থাকলেও কি কি মেইল এল তার ধারনা থাকবে।
  • জরুরী ইমেইল পড়তে দেরি হবেনা।

সীমাবদ্ধতাঃ

  • শুধুমাত্র সাবজেক্ট আসবে সেন্ডারের নাম বা ইমেইল অ্যাড্রেস আসবে না।(এটা সমাধান করা সম্ভব কিন্তু ঝামেলাপূর্ণ)
  • শুধুমাত্র বাংলালিঙ্ক এবং গ্রামীণফোনের জন্য।
  • বাংলা ইমেইলের সাবজেক্ট পাবেন না। (আপনার মোবাইল বাংলা সাপোর্ট করলেও না।
  • গ্রামীণফোনে মাঝে মাঝে সমস্যা করে। (তবে খুব কম)
  • আমার ইন্সট্রাকশন ঠিকমত ফলো না করলে প্রাইভেসির ১২টা বাজতে ১২ সেকেন্ড সময় লাগবেনা।
  • ইমেইল ফরওয়ার্ডের অপশন থাকতে হবে। মানে হটমেইল এবং ইয়াহুতে কাজ হবেনা। তবে পুরাতন ইয়াহু হলে হবে।
  • মেইলে অ্যাটাচমেন্ট থাকলে নোটিফিকেশন আসবেনা।

যেভাবে করবেনঃ

  1. ফেসবুকে একটি একাউন্ট থাকতে হবে। না থাকলে করে নিন।
  2. আপনার মোবাইলে Facebook sms এর জন্য রেজিষ্ট্রেশন করুন। সাহায্যের জন্য এই টিউন দেখতে পারেনঃ https://www.techtunes.io/micro-tunes/tune-id/29289/
  3. এবার ফেসবুকে আরেকটি একাউন্ট খুলোন।
  4. নতুন একাউন্টে লগইন করে Account-> Privacy Settings -এ যান।
  5. Friends Only-তে ক্লিক করুন।

http://www.facebook.com/mobile -যান। দেখুন একটি গোপন ইমেইল অ্যাড্রেস দেয়া আছে। অনকটা এরকমঃ [email protected]। এটা কপি করে ইমেইল থেকে ফরওয়ার্ডিং সেট করুন। ফরওয়ার্ডিং সেট করার নিওম একেক যায়গায় একেক রকম। তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছিনা। gmail এ ফরওয়ার্ড সেট করতে নতুন ট্যাব/উইন্ডোতে জিমেইলে লগইন করুন।  Settings থেকে Forwarding and POP/IMAP ট্যাবে যান। এবার Add a forwarding address বাটনে ক্লিক করুন। facebook-এ পাওয়া গোপন অ্যাড্রেসটি পেষ্ট করুন এবং Next -এ ক্লিক করুন। আবার ফেসবুক ওয়ালে যান এবং দেখুন একটি কোড সহ ওয়ালপোষ্ট আছে।

কোডটি ব্র্যাকেটের ভেতর এবং সামনে হ্যাস (#) আছে। হ্যাস ছাড়া কোডটি কপি করে জিমেইলে গিয়ে confirmation code বক্সে পেষ্ট করে Verify ক্লিক করুন। ভেরিফি হয়ে গেলে creating a filter!-এ ক্লিক করুন উপরের দিকে ফিল্টার কনফ্রীগারেসনের কিছু ফিল্ড আসবে। Form ফিল্ডে লিখুন "-Facebook" এবং Next Step এ ক্লিক করুন।

এবার Forward it to: এর বাম পাশে টিক চিহ্ন দিয়ে (লক্ষ রাখবেন যেন ফেসবুকের সেই ইমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করা থাকে।) Create Filter ক্লিক করুন।

6. কাজ মোটামোটি শেষ নতুন তৈরী ফেসবুক একাউন্টটি থেকে আপনার মূল একাউন্ট (যেটাতে sms রেজিষ্ট্রেশন করা আছে) তাতে ফ্রেন্ডস রিকুয়েষ্ট পাঠান এবং লগ আউট করুন।

7. আপনার মূল একাউন্টে লগ ইন করে ফ্রেন্ডস রিকুয়েষ্ট একসেপ্ট করুন।

8. আপনার মোবাইলে(অবশ্যই ফেসবুক এসএমএস রেজিষ্ট্রার করা) মেসেজ অপশনে লিখুন- "subscribe<স্পেস><আপনার নতুন অ্যাকাউন্টের নাম>" এবং পাঠিয়ে 32665 (বাংলালিঙ্ক থেকে) এবং 2555 (গ্রামীণফোন থেকে).

ব্যাস হয়েগেল। কিছুক্ষন পর কনফার্মেশন এসএমএস আসবে এবং পেয়ে যাবেন সকল আপডেট মোবাইলে।

বি.দ্রঃ আপনার কাছে প্রতিনিয়ত অনেক বেশি ইমেইল আসলে এ পদ্ধতিতে আপনার উৎসাহ না থাকাই ভাল। নাহলে এসএমএস আসতে আসতে আপনার জীবন অতিষ্ট হয়ে যাবে আর মনে মনে আমাকে বকবেন।

কতটুকু বুঝবেন জানিনা কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি যাতে নতুনরা সহজে পারে। কোন সমস্যা হলে তা মন্তব্যের মাধ্যমে জানান। আমি চেষ্টা করব সমাধান দিতে।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি ত আপনার প্রেমে পড়ে যাচ্ছি কিকরি……………

:-p আপনার ভাল লেগেছে দেখে খুশি হলাম। কিন্তু টিইউনটা যে এতটা ফ্লপ করবে তা যানতাম না। সাহায্য টিউন ছাড়া এই প্রথম আমি এত কম মন্তব্য পেলাম। সাথে এতগুলো থাম্বস ডাউন। সব মিলিয়ে ঘুম থেকে উঠে এই অবস্থা দেখে মুড অফ 🙁 । আজকাল টেকটিউনসে আমার সাথে অনেক কিছুই প্রথমবার হচ্ছে।

sorry,ভাইয়া মন্তব্য করতে দেরি হয়ে গেল।অসাধারন হয়েছে। ৯৯ এর মধ্যে ১০০ পেয়েছেন। জিনিসটা এখনো try করা হয়নি।but ভয় হচ্ছে পারবতো?

    ভয়ের কিছু নেই। যা যা বলা আছে ঠিক মত ফলো করেন দেখবেন কাজ হয়েছে।

Nice Tune……………………………

Level 0

AMRA fb yahoo te reg kora asy…so Gইমেইল নোটিফিকেশন আসবে মোবাইলে????

Level 0

“subscribeএবং পাঠিয়ে 32665 (বাংলালিঙ্ক থেকে) এবং 2555 (গ্রামীণফোন থেকে).

আপনার নতুন অ্যাকাউন্টের নাম mane kon account gmail naki facebook?
amar gmail account name [email protected] abong facebook account name [email protected].
face book a amar name ovi ahamed. ami ki likhe Sms korbo.
plz help me.
R sorry ami bangla likhte pari na.

    স্টেপ বাই স্টেপ ফলো করুন। দেখুন ৩ নাম্বার স্টেপে বলেছি নতুন একটি ফেসবুক একাউন্ট খুলতে। আপনি সেই নতুন একাউন্টের নাম লিখে পাঠাবেন।

Thaks a lot for tuninig a excellent tune……..

Level 0

sorry for again distrub.
SMS karar somoy আপনার নতুন অ্যাকাউন্টের নাম ar jaygay amar new facebook email id likhbo naki amar name likhbo vaiya plz janaben.
or akti simple/ example dakhben plz.

    সরি বলার কিছু নাই। সাহায্যই যদি করলাম না তবে টিউন করলাম না। আপনার আগ্রহ আছে দেখে আমি খুশিই হচ্ছি।
    সমাধানঃ আপনি যে নতুন একাউন্টটি খুলেছেন সেটা রেজিষ্ট্রার করার সময় নিশ্চই First name এবং Last name দিয়েছেন। সেই নামটাই লিখতে হবে। মানে [ Subscribe ]। আশা করি এবার কাজ হবে।

thanks bai.

ভাই আমার এত মেইল আসে যে মাঝে মাঝ বিরক্ত হই । এখন যদি মোবইলে নোটিফিকেশন আসে কতক্ষন পরপর তখন কি বিরক্ত হব না কাঁদব ।
ধন্যবাদ টিউনটির জন্য ।

    আমি জানি এরকম অনেকেরই হবে। তাই আগেই একবার বলেছি যাদের কাছে মেইল বেশি আসে তারা যেন উৎসাহ না দেখান। তবে শুধুমাত্র জরুরী মেইলগুলো পাওয়ার জন্য মেইল ফিল্টারিং করতে পারেন।

yahoo তে ফরওয়ার্ডিং সেট করার নিওম যুক্ত কর

    ইয়াহুতে ফরওয়ার্ড সেট করতে হলে আপগ্রেড করতে হয়। কিন্তু আমার কাছে কোন আপগ্রেড করা একাউন্ট নেই। তাই সম্ভব হচ্ছে না। Sorry 4 that! 🙁

    আরে ভাই এতদিন পর! ধন্যবাদ মন্তব্যের জন্য আর লিনাক্সে স্বাগতম।

Level New

darun bossssss

Level New

ভাই আমি সৌদি থাকি, এখানে আমি কি করতে পারি।

    ঠিক বলতে পারছিনা। আপনার ওখানে কি টুইটার বা ফেসবুক এসএমএস অ্যালার্ট আছে?

Level 0

ভালো…………..