হুম সত্যি বলছি। তবে বিষয়টা একটু পেচ লাগানো। gmail বা yahoo এর কোন সার্ভিস না। এটা হবে শুধুমাত্র GP এবং BanglaLink-এ। আসল রহস্যটা হল ফেসবুকের sms নোটিফিকেশন। অর্থাৎ প্রত্যেকটি sms ফেসবুক ঘুরে আসবে।
http://www.facebook.com/mobile -যান। দেখুন একটি গোপন ইমেইল অ্যাড্রেস দেয়া আছে। অনকটা এরকমঃ [email protected]। এটা কপি করে ইমেইল থেকে ফরওয়ার্ডিং সেট করুন। ফরওয়ার্ডিং সেট করার নিওম একেক যায়গায় একেক রকম। তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছিনা। gmail এ ফরওয়ার্ড সেট করতে নতুন ট্যাব/উইন্ডোতে জিমেইলে লগইন করুন। Settings থেকে Forwarding and POP/IMAP ট্যাবে যান। এবার Add a forwarding address বাটনে ক্লিক করুন। facebook-এ পাওয়া গোপন অ্যাড্রেসটি পেষ্ট করুন এবং Next -এ ক্লিক করুন। আবার ফেসবুক ওয়ালে যান এবং দেখুন একটি কোড সহ ওয়ালপোষ্ট আছে।
কোডটি ব্র্যাকেটের ভেতর এবং সামনে হ্যাস (#) আছে। হ্যাস ছাড়া কোডটি কপি করে জিমেইলে গিয়ে confirmation code বক্সে পেষ্ট করে Verify ক্লিক করুন। ভেরিফি হয়ে গেলে creating a filter!-এ ক্লিক করুন উপরের দিকে ফিল্টার কনফ্রীগারেসনের কিছু ফিল্ড আসবে। Form ফিল্ডে লিখুন "-Facebook" এবং Next Step এ ক্লিক করুন।
এবার Forward it to: এর বাম পাশে টিক চিহ্ন দিয়ে (লক্ষ রাখবেন যেন ফেসবুকের সেই ইমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করা থাকে।) Create Filter ক্লিক করুন।
6. কাজ মোটামোটি শেষ নতুন তৈরী ফেসবুক একাউন্টটি থেকে আপনার মূল একাউন্ট (যেটাতে sms রেজিষ্ট্রেশন করা আছে) তাতে ফ্রেন্ডস রিকুয়েষ্ট পাঠান এবং লগ আউট করুন।
7. আপনার মূল একাউন্টে লগ ইন করে ফ্রেন্ডস রিকুয়েষ্ট একসেপ্ট করুন।
8. আপনার মোবাইলে(অবশ্যই ফেসবুক এসএমএস রেজিষ্ট্রার করা) মেসেজ অপশনে লিখুন- "subscribe<স্পেস><আপনার নতুন অ্যাকাউন্টের নাম>" এবং পাঠিয়ে 32665 (বাংলালিঙ্ক থেকে) এবং 2555 (গ্রামীণফোন থেকে).
ব্যাস হয়েগেল। কিছুক্ষন পর কনফার্মেশন এসএমএস আসবে এবং পেয়ে যাবেন সকল আপডেট মোবাইলে।
বি.দ্রঃ আপনার কাছে প্রতিনিয়ত অনেক বেশি ইমেইল আসলে এ পদ্ধতিতে আপনার উৎসাহ না থাকাই ভাল। নাহলে এসএমএস আসতে আসতে আপনার জীবন অতিষ্ট হয়ে যাবে আর মনে মনে আমাকে বকবেন।
কতটুকু বুঝবেন জানিনা কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি যাতে নতুনরা সহজে পারে। কোন সমস্যা হলে তা মন্তব্যের মাধ্যমে জানান। আমি চেষ্টা করব সমাধান দিতে।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি ত আপনার প্রেমে পড়ে যাচ্ছি কিকরি……………