আপনার ফেসবুকের ছবিগুলো ডিলেট হবার আগেই (ছবি, ভিডিও, ম্যাসেজ, ফ্রেন্ডলিস্ট, টিউন, কামেন্টস)ব্যাকআপ রাখুন খুব সহজেই

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ সকল ফেসবুক ব্যব্হারকারীদের সতর্ক করে ইমেইল দিয়েছে যে, আগামী ৭ ই জুলাইে এর মধ্যে যারা ফেসবুকের নতুন ফটো অ্যাপ
Moments"  ডাউনলোড করে করে ইন্সটল না করবে তাদের ‘Synchronise’ (যে সকল ছবি আমরা মোবাইল থেকে ফেসবুকে আপলোড করা হয়েছে) কৃত সকল ছবিগুলো ডিলেট করা হবে। অনেকেই এই সম্পর্কিত সতর্ক ইমেইল পেয়েছে এবং অনেকেরেই ছবিগুলো ডিলেট হয়ে গেছে। এখন আমরা কে কবে কোন ছবিগুলো মোবাইল থেকে আপলোড করেছি তা অনেকেরেই মনে নেই।

আর তাই এর বিরূপ প্রভাব পড়েছে ফেসবুক ব্যবহারকারীদের উপর কারণ ফেসবুক কর্তৃপক্ষ অনেকটা জোড় করে তাদের নতুন অ্যাপ ইন্সটল করতে ব্যবহারকারীদের বাধ্য করছে এবং ম্যাসেন্জারের মতো আরও একটি বাড়তি অ্যাপ ব্যবহার করতে অনেকেই বাড়তি ঝামেলা মনে করছে।

তবে যাই হোক এই ঘোষণার পর ফেসবুকের নতুন ফটো অ্যাপ “Moments" এর ডাউনলোড এর পরিমান গুগল প্লে হতে বেড়ে গেছে অনেক।

অনেকেরেই অনেক গুরুত্বপূর্ণ ছবি/ভিডিও/ম্যাসেজ আছে যা আর এখন তাদের কাছে নেই, আর তাই আসুন আমরা আজ দেখব কিভাবে ফেসবুকের ছবিগুলো সহ সকল কিছুর অর্থাত ছবি, ভিডিও, ম্যাসেজ, ফ্রেন্ডলিস্ট, টিউনগুলো, টিউমেন্টস কিভাবে খুব সহজেই আপনার পিসি তে অথবা মোবাইলে ব্যাক আপ রেখে দেওয়া যায়।

 

ধন্যবাদ।

Moments" ডাউনলোডের গুগল প্লে লিংক :

https://play.google.com/store/apps/details?id=com.facebook.moments&hl=en

 

কিভাবে ব্যাকআপ রাখবেন তার ভিডিও :

 

https://youtu.be/WOQLQLcrQ3c

Level 0

আমি শাহীন জাইয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস