সবাইকে অবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমি গত এক মাস আগে Free Mobile App নিয়ে একটা সাইট বানিয়েছিলাম। টিউন ও করি অনেক গুলি কিন্তু ভিজিটর খরায় ভুগতেছিলাম। অনেক ঘেঁটে ঘুটে একটা পথ পেলাম।
আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো।
আপনার নিশ্চয়ই একটা জি মেইল আকাউন্ট আছে। সেটা দিয়ে গুগল প্লাস এ একটা প্রোফাইল খুলে ফেলুন। এবার প্রোফাইলের কভার ফটো আর প্রোফাইল ফটো আপলোড করেন। আর আসে পাশের দুই চার জনকে ফলো করা শুরু করেন। এবার আপনার স্ট্যাটাস এ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে স্ট্যাটাস করেন। তবে অবশ্যই কিছু না কিছু লিখে দিবেন। এবার বাম পাসে দেখুন communities লেখা আছে। সেখান থেকে বিভিন্ন communities এ জয়েন করুণ।
গুগল এর communities এ টিউন শেয়ার করলে দৈনিক ২০০ রিয়াল ভিজিটর কোন ব্যাপার না। কিন্তু কিছু নিয়ম কানুন আপনাকে মানতে হবে। না হয় আপনার আকাউন্ট ব্যান হওয়ার ১০০% সবভাবনা আছে।
কি ধরনের communities এ জয়েন করবেন??
কি ভাবে টিউন করবেন ??
প্রথমে গুগল এর লিঙ্ক শর্টনার এ গিয়ে আপনার লিঙ্ক টি ছোট করুন। এবার ওই গ্রুপ এ গিয়ে টিউন করেন। তবে প্রত্যেকটা টিউন এ ভিন্ন ভিন্ন কিছু অবসসই লিখবেন। খালি লিঙ্ক শেয়ার করলে গুগল স্পাম হিসাবে আপনার আকাউন্ট ব্যান করবে। লিঙ্ক শর্ট থাকলে আপনি ট্রাক করতে পারবেন কি পরিমাণ ক্লিক আপনার লিঙ্ক এ পেয়েছেন। পরবর্তীতে ওই সমস্ত communities এ বেসি শেয়ার করবেন।
কোন কিছুই অনলাইনে সীমা অতিক্রম করা জাবেনা। তাহলে গুগল ধরে ফেলবে। দিনে ৫ থেকে ১০ টা communities এ শেয়ার করবেন। আশা করি আপনার ভিজিটর নিয়ে সমস্যা হবেনা। তবে মনে রাখবেন এভাবে কষ্ট করে ভিজিটর এনে ভালো কিছু টিউন তাদের উপহার দিন। না হয় ভবিষ্যতে আপনার সাইটে ওরা আর আসবেনা। তাছাড়া কেউ আপনার টিউন এ টিউমেন্ট করলে দ্রুত উত্তর দিন।
আবসর সময় পেলে কিছু Free android, windows নিয়ে লেখা সাইট টা ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হা অনেক বই এর কভার পেজ পাওয়া যায়, কিন্তু ডাউনলোড হয়না।