যারা আই ডি এম এর IDM Fake Serial Number সমস্যায় পড়েছেন তাদের জন্য সমাধান নিয়ে এসেছি২য় পদ্ধতি 100 কাজ করবে

টিউন করার আগেই বলে রাখি, এই টিউন কোনো কম্পানি কে ক্ষতিগ্রাস্থ করার জন্য না, শুধুমাত্র শেখার জন্য লিখছি। যেহেতু আই ডি এম কম্পানি অনেক কস্ট করে এই সফটওয়্যার বানিয়েছে সকলকে কিনে ইউস করার জন্য পরামর্শ রইল।

প্রিয় টিউনার, ভিজিটর ও টেকটিউনসের সবাইকে সালাম। কোন টিপস পেলে শেয়ার করার চেস্টা করি বা কিছু শেয়ার করার কথা মনে হলেই লিখতে ইচ্ছা করে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব সময় লিখতে পারি না সময়ের অভাবে। যাই হোক আজ আমি কি নিয়ে লিখবো শিরোনাম দেখেই বুঝেছেন। যারা আই ডি এম এর  IDM Fake Serial Number সমস্যায় পড়েছেন তাদের জন্য সমাধান নিয়ে এসেছি। আগেই বলে রাখি এই সমাধান আমি করি নাই, অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি, তাই কারো কাজ না করলে আমায় দোষ দেবেন না। যদিও এটা কাজ করে কারন আমি নিজেই আমার অনেক ফ্রেন্ড দের এই পদ্ধতিতে করে দিয়েছি, কাজ হবে।

তো কাজের কথায় আশা যাক। আমি ধরেই নিলাম আপনাদের আই ডি এম crack করা আছে এবং ফেক সিরিয়াল দেখাচ্ছে।

তাহলে এই পদ্ধতি অনুসরন করুন

১। নেট অফ করে দিন

২। টাস্ক ম্যানেজার থেকে আই ডি এম End  করে দিন।

৩।  C:\Program Files\Internet Download Manager এই ফোল্ডারে যান।

৪। idmBroker.exe এবং IDMGrHlp.exe এই দুইটা ফাইল দেখুন। IDMGrHlp.exe এর নাম কপি করে ডিলেট করে দিন।

copy-idmBroker-exe-file-and-delete-IDMGrHlp-exe-to-resolve-IDM-has-been-registered-with-fake-serail-number-pop-up

৫। এবারে idmBroker.exe এই নামের ফাইল কে রিনেম করে  IDMGrHlp.exe নাম রাখুন।

DMGrHlp.exe’ as shown below:

rename-idmBroker-exe-file-to-IDMGrHlp-exe-located-in-internet-download-manager-to-resolve-IDM-has-been-registered-with-fake-serail-number-pop-

৬। এবার পিসি রিস্টার্ট দিয়ে দেখুন, কাজ হয়েছে। এই পদ্ধতি অবশ্যই ১০০% কাজ করবেই। কোনো সন্দেহ নেই।

ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম কাজ হয়েছে । আপনার আগের পদ্ধতিতে কাজ হয় নি ,। এটাতে পেরেছি। ধন্যবাদ