শর্টকাট ভাইরাস থেকে মুক্তির উপায় (কোনো সফটওইয়্যার ছাড়া!!)

  • আসসালামুয়ালাকুম। আশা করি সবাই ভালো আছেন।  আজকের টিউন শর্টকাট ভাইরাস থেকে মুক্তির উপায় নিয়ে। শুরু করা যাকঃ 

যারা অনেকদিন ধরে কম্পিউটার,ল্যাপটপ ব্যবহার করছেন তাদের সবারই কমবেশি শর্টকাট ভাইরাসের মুখোমুখি হবার অভিজ্ঞতা রয়েছে।এটি আসলে কী? কোন কারণ ছাড়াই হঠাৎ একদিন দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করছেন, আবার তৈরি হচ্ছে। হুটহাট অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও যাচ্ছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন। এটিমূলত কোনো ভাইরাস নয়। এ হলো VBSScript (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। নিচের ধাপগুলো অনুসরণ করে এযন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তিপেতে পারেন। CMD ব্যবহার করে ১. ওপেন CMD (Command Prompt – DOS) ২. নিচের কমান্ডটি হুবহু লিখুন attrib -h -s -r -a /s /d Name_drive:*.*  এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন।যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /dc:*.*৩. এন্টার বাটন চাপুন৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাসফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিকহয়ে যাবে। এবার ওই ফাইল ওফোল্ডারগুলো ডিলিট করে দিন। .bat ব্যবহার করে Bat ফাইল হলো নোটপ্যাডে লেখাএকটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।১. নোটপ্যাড ওপেন করুন।২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন @echo offattrib -h -s -r -a /s /d Name_Drive:*.*attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*@echo complete. ৩. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নামলিখুন। যদি তিনটির বেশি ড্রাইভআক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধুকপি-পেস্ট করলেই চলবে।৪. removevirus.batএই নাম দিয়েফাইলটি সেভ করুন। ৫. এবার ফাইলটি বন্ধ করে ডাবলক্লিক করে রান করুন।৬. এবার দেখবেন আপনার শর্টকাটভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সবস্বাভাবিক হয়ে গেছে। এখন সবডিলিট করে দিন।এছাড়া নিচের কৌশলও নিতে পারেনআক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে ১. RUN এ যান।২. wscript.exe লিখে ENTER চাপুন।৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ঢুকবে না।আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।২. PROCESS ট্যাবে যান।৩. এখানে wscript.exe ফাইলটিসিলেক্ট করুন।৪. End Process এ ক্লিক করুন।৫. এবার আপনার কম্পিউটারের C:/ড্রাইভে যান।৬. সার্চ বক্সে wscript লিখে সার্চকরুন।৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে নাওইগুলো স্কিপ করে দিন।৯. এখন RUN এ যান।১০. wscript.exe লিখে ENTER চাপুন।১১. Stop script after specified number ofseconds: এ 1 দিয়ে APPLY করুন।ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাটভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভেরশর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।

তাছাড়া আমার ফেসবুক আইডি-  http://www.facebook.com/mmrrumman

ফেসবুক পেজ- http://www.facebook.com/official.mrrumman/

ফেসবুকেও সমস্যা জানাতে পারেন।
ধন্যবাদ।

 

Level 0

আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhai post ta onek kajer but ektu guchiye likhle bhalo hoto .
thanks for sharing

খুবই দরকারি টিউন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে…।

Level 0

সুন্দর এই টিউনটি করার জন্য ধন্যবাদ ভাই। বর্তমান সময়ে যা খুবই প্রয়োজনীয় একটি সমাধান। আশাকরি সামনে এর চাইতেও আরো ভালো টিউন আপনার কাছ থেকে পাব। ইনশাআল্লাহ