WikiLeaks প্রতিষ্ঠাতা Julian Assange কে নির্বাচন করুন TIME’s Person of the Year

বছর শেষে শুরু হয়েছে TIME ম্যাগাজিনের Person of the Year নির্বাচনের ভোট নেওয়ার কাজ । এবারো বছরের বিভিন্ন ঘটনাবলী থেকে উঠে আসা রথি-মহারথিদের মধ্য থেকে বেছে নেয়া হবে একজনকে । ভূষিত করা হবে TIME'S 2010 Person of the Year পুরস্কারে ।

এই বছরের ২৫ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন গোপন নথি ফাসঁ করার মাধ্যম WikiLeaks এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্জ । সারাবিশ্ব থেকে তার পক্ষে বিপুল পরিমান ভোট আসছে । আপনি চাইলে সহজেই জুলিয়ান অ্যাসান্জকে এই পুরস্কারের জন্য ভোট দিতে পারেন ।

ব্যস, ভোট করা শেষ । চাইলে সেখানে আসা আইকন থেকে আপনার ভোটটি ফেসবুক বা টুইটার প্রোফাইলে জানিয়ে দিতে পারবেন । মনোনয়ন লিস্টে আরো আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, গায়িকা লেডি গাগা, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, অ্যাপল প্রতিষ্ঠাতা Steve Jobs এর মত ব্যাক্তিত্ব । এখন দেখার পালা অ্যাসান্জ কি পারবেন এই দৌড়ে ?

মূল খবর @ব্লগদেশ.com

ভাল লাগলে লাইক মারুন 😀 ফেসবুক পেজ

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওই মিয়া Slider কই?

    1, 50, 100 যা দিয়ে সিলেক্ট করবেন ওটাকে slider বলা হয়েছে ।

Vote কই দিব?????????????????????????

slider বা ভোট প্রদানের কোন কিছুই পেলাম ভাই……………… লিন্ক টা চেক করেন ………………

Level 0

o bhai vote debo koe