ভাবছেন যে আমি আপনাদের সাথে জোক করছি?? ভাবার ই কথা। আমি নিজেই প্রথম প্রথম বিশ্বাস করি নি। পরে অবশ্য বিশ্বাস করতে বাধ্য হয়েছি।
এটাকে আমি একটি ট্রিক বলব।তবে এই ট্রিকটি কার্যকর করতে হলে আপনাকে মনোযোগ দিয়ে নিচের শর্তগুলোকে পড়তে হবে।ভালভাবে না পড়তে আপনার ভুল থেকে পারে। আর কোনো কিছু না বুঝলে আমাকে জানাবেন। তো শুরু করা যাক শর্তগুলো লেখা।
1. কেবল মাত্র টেলিটক সীমের ক্ষেত্রে প্রযোজ্য।
2. মাসে মাত্র একবার এই ট্রিকটি এ্যাকটিভেট করা যাবে।
3. কেবল মাত্র মাসের সর্বশেষ তিনদিনই এই ট্রিকের অন্তর্ভুক্ত।
4. মাস যদি 31 দিনের হয় তাহলে 29 তারিখ, আবার মাস যদি 28 দিনে হয় তাহলে 26 তারিখ একটা এসএমএস পাঠাতে হবে।
5. মনে করুন এই মার্চ মাস 31 দিনের তাই আমি এসএমএস পাঠিয়েছি 29 তারিখে (00:15am) ।
6. আপনার টেলিটক সীমের এ্যাকাউন্টে 32-33 টাকা থাকতে পারবে। এর বেশী হলে সমস্যা হতে পারে।
7. এসএমএস পাঠানোর পর 24 ঘন্টার মাঝে আপনার এ্যাকাউন্ট থেকে 30 টাকা কেটে নিবে(আর যদি এ্যাকটিভ হতে একদিন সময় লাগে তাহলে 20 টাকা কাটবে)। আর 2 টাকা যাবে এসএমএস কস্ট।
8. এ্যাকটিভেট হলে একটা ফিরতি মেসেজ পাবেন এবং ঐ মেসেজ পাবার পর থেকেই নেট আনলিমিটেড হিসেবে চালানো যাবে(মেসেজ না আসলেও টাকা কাটার পর থেকে নেট চালানো যাবে)
শর্তগুলো তো পড়ে নিলেন। এবার কি এসএমএস পাঠাবেন এবং সেটিংস বলে দেবার পালা।
আপনি এসএমএসটি unl লিখে 111 নাম্বারে পাঠিয়ে দিবেন।
সেটিংসঃ আগে জাভা সেট ব্যবহারকারীদের জন্য লিখছি তারপর সিমবিয়ান সেট ব্যবহারকারীদেরটা লিখছি।
এখনে বলে রাখি জাভা সেটের সেটিং এর কোনো ছবি দিতে পারছি না কারন জাভা সেটে স্কিনশট সফ্টটা সাপোর্ট করে না। কিন্তু সিমবিয়ান সেটের ছবি দিতে পেরেছি কারন সিমবিয়ান সেটে সফ্টটা কাজ করে। সেটিং করতে হলে অবশ্যই আপনাকে আমার সাথে সাথে করতে হবে।তো আসুন শুরু করা যাক।
জাভা সেট ব্যবহারকারীরা যা যা করবেনঃ প্রথমে মেনু চাপুন এবার সেটিংস এ চলে যান।
এবার উপরের দিকে উঠেন। Configura-tion এ ক্লিক করুন তারপর Personal configu-ration settings এ ক্লিক করুন
Option থেকে Add new তে ক্লিক করুন।
এবার আপনি কি ধরনে সেটিং করতে চান তা সিলেক্ট করুন। যেমন আপনি যদি আপনার নকিয়ার নিজস্ব ব্রাউজার দ্বারা ইন্টারনেট ব্রাউজ করতে চান তাহলে Web এ আবার আপনি যদি কোন ইন্টারনেট সফ্ট ব্যবহার করতে চান যেমন অপেরা মিনি তাহলে Access Point এ ক্লিক করুন।
Web: Account Name এ যেকোনো একটি নাম দিন তারপর Homepage এ কোনো ওয়াপ এড্রেস দিতে পারেন আবার না দিলেও ক্ষতি নাই তারপর Username খালি রাখুন Password খালি রাখুন
তারপর Use preferred access point এ থেকে NO নির্বাচন করে ok চাপুন
এরপর Access point setting এ ক্লিক করুন তারপর Bearer settings থেকে Packet data access point এ ক্লিক করে
internet লেখাটা মুছে gprsunl লিখে ok চেপে Back Back Back চাপুন এবার আপনার মাত্র করা সেটিংটি দেখতে পাবেন।
ঐটার উপর Option থেকে Activate চাপুন।
Access Point: Account Name এ যেকোনো একটি নাম দিন
তারপর Access Point Setting থেকে Bearer Setting থেকে
Packet data access point থেকে internet লেখাটি মুছে gprsunl লিখে ok চাপুন এবার Back Back করুন।
এখন আপনি মা্ত্র যে সেটিংটি করলেন তা দেখতে পাবেন।ঐটার উপর option থেকে Activate চাপুন।
সিমবিয়ান সেট ব্যবহারকারীগন যা যা করবেন: প্রথমে আপনারা আপনাদের মোবাইলের নিজস্ব ওয়েব ব্রাউজার এ প্রবেশ করুন।
এবার option থেকে settings এ ক্লিক করুন।
এবার access point এ ক্লিক করুন।
এবার option থেকে New Access Point এ ক্লিক করে Use Default Settings ক্লিক করুন।
Connection Name এ যেকোনো একটি নাম দিন
তারপর Access Point Name এ gprsunl লিখুন।
নিচে গিয়ে Authentication এ ক্লিক করে Normal সিলেক্ট করুন।
এবার Back চাপুন দেখবেন আপনার মাত্র করা সেটিংসটা দেখা যাচ্ছে এবার এটাতে সিলেক্ট করুন।
কাজ শেষ এবার Back চেপে আপনার সাধারন ভাবেই ইন্টারনেট ব্যবহার করা শুরু করুন।
এই সেটিংসটি দিয়েই আপনি আপনার নকিয়ার নিজস্ব ব্রাউজার সহ অন্যান্য সকল ধরনের সফ্টে ইন্টারনেট এক্সেস দিতে পারবেন।
মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদের যে সেটিংস করাটা শিখালাম এই পদ্ধতিতেই গ্রামীন, একটেল প্রভৃতির কাস্টমার কেয়ারগুলো ইন্টারনেট মেনুয়াল্লী সেটিং করে থাকে। তারা কেবল এক্সেস পয়েন্ট নেমটা একটু পরিবর্তন করে। আপনারা যেন সকল কম্পনীর সেটিং নিজে নিজে করতে পারেন তাই আমি আপনাদের বাংলাদেশের সকল কম্পানীর এক্সেস পয়েন্ট নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা কেবল gprsunl এর পরিবর্তে ওগুলো বসিয়ে দিবেন।
Grameen Phone: gpinternet
Aktel: internet
Banglalink: blweb
Warid: internet
Teletalk(Normal Package): wap
এক্সেস পয়েন্ট নেম সর্বদা ছোট হাতের লিখতে হয়।
আমি মার্চ মাসে এই ট্রিকটি সফলভাবে চালিয়েই আপনাদের বলছি। তাই এই লেখাটাকে ভুয়া ভাববেন না। আমার কষ্ট সার্থক হবে যদি আপনারা উপকৃত হন তবেই।
আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু!!!!
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ফয়সল ভাই,
আপনার টিউনগুলো চমৎকার। এই টিউনটাও অসাধারণ হইছে…কিন্তু আমার কোন টেলিটকের সিম নাই…থাকলে অবশ্যই ট্রাই দিতাম…যাই হোক পরবর্তী টিউনের অপেক্ষায় আছি……
প্রশ্নঃ টেলিটকের এই অফারটি কি বৈধ না শুধুই ট্রিক্স?
আমিও মাঝে মধ্যে এই ভাবে নেট ব্যবহার করি। গত মাসের গল্পই বলি–
29 তারিখ unl লিখে request করলাম, 30 তারিখ sms আসলো activation complete হলে জানাবে,
31 তারিখ দুপুরে নেট পেলাম আর 1 তারিখ সকালে deactivate হল । মোট 18 ঘন্টা।
আর speed?? অবিশ্বাস্য!!! মনে হল স্বপ্নে digital বাংলাদেশে চলে এলাম! download speed always 0-1kBps!!
তার ওপর কয়েকটা link এ গেলেই পরে disconnected হয়ে যায়!!! রাত 12 টা পর্যন্ত স্বপ্ন দেখে IDM এর কল্যানে বড়জোড়
10 MB download করতে পারলাম। বুঝতেই পারছেন অবস্থা! আপনাদের ও মাত্র 30 টাকার বিনিময়ে digital বাংলাদেশ দেখার আমন্ত্রণ রইল।
কেমন লাগলো আশা করি জানাবেন—
JINISTA JOTIL BUT GP ER EROKOM BEBOSTA THAKLE VALO HOTO VAI.DEKHEN GP ER KISU PAREN KINA.– By By
আপনার আনকমন টিউনটির জন্য ধন্যবাদ। আপনার কথা মত সব কিছু করলাম, activation পেলাম এক দিন পর 29 তারিখে। কিনতু ব্যবহার করতে পারলাম না। কারণ রংপুরে টেলিটকের GPRS calu nai. Nijer vuler karone kichu TK. loss holo. Again thanks a lot for your tune.
পরবর্তী লেখা –
“!!!!!!একদিন আনলিমিটেড ইন্টারনেট মাত্র 00 টাকায়!!!!!!”