clash of clans lover রা দেখে নিন ২০১৬ সালে কি কি আবডেট পাচ্ছেন।

সবাই কেমন আছেন?

আসা করি ভাল আছেন.

Clash of clans এর সকল আপডেট পেতে

সল্প দামে Account ত্রয় বিক্রয় করতে

Facebook group a join দিয়ে আসুন

টিউনি প্রথম প্রকাশিত হয় এখানে

টাউনহল ১১ বা তারচেয়ে বেশি লেভেলের জন্য >>  

 

ক্যানন লেভেল ১৪
লাভা হাউন্ড লেভেল ৪
বেলুন লেভেল ৭
  • এছাড়াও ১১ তে এয়ার আর্মির সংখ্যা কমানো হয়েছে, দিন দিন ক্ল্যাশ অব ক্ল্যান্স কেন যেমন মাটি থেকে উপরে উঠে আকাশযুদ্ধে রূপান্তরিত হচ্ছিলো, তাই এই উদ্যোগ :v

টাউনহল ১০+

বোলার এখন মাত্র ছয়টা জায়গা খাবে আর্মি ক্যাম্পে, আগে ট্রেন দিলে একাই ৮ টা জায়গা খেয়ে নিতো এই ফালতু ট্রুপ্স -_-

টাউনহল ৭+

 

  • স্প্রিং ট্যাপ্স এবার আপডেট করা যাবে লেভেল ৫ পর্যন্ত :O

আগে ট্র্যাপে পড়লে একসাথে ৪ টা জায়ান্ট উড়ে যেতো, এখন যাবে আরো বেশি।

এটা আমার মতে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ১৫ টা জায়ান্ট নিয়ে এটাক দিলে ৩ স্প্রিংট্র্যাপেই খেলা শেষ -_- ম্যাক্স লেভেলের স্প্রিংট্র্যাপে একসাথে দুইটা ভ্যালকারিও উড়ে যেতে পারে :O
কয়েকদিন পরে দেখবো বারবেরিয়ানদের রাজা স্প্রিং ট্র্যাপে উড়ে কোথায় জানি চলে গ্যাছে -_-

  • এছাড়াও এডিট মুডে আসছে নতুন সব সুবিধা, যাতে আরো স্মুদলি এডিট করা যাবে যে কোন ভিলেজ।
  •     ট্রেন করা অবস্থায়ও সেই ট্রুপ্সগুলা দান করে ফেলতে পারবেন (এটাক দেওয়া গেলে ভালো হইতো :3)
  • জেমস খরচ করেও ট্রুপ্স দান করা যাবে। আর চ্যাটের মধ্যেই ট্রুপ্স রিকুয়েষ্ট করা যাবে। এছাড়াও আর্মি ফুল থাকা সত্বেও দান করতে পারবেন অন্য কোন ট্রুপ্স।
  • এক ব্যারাক থেকে আরেক ব্যারাকে ট্রুপ্স টেনে এনে ছেড়ে দেওয়া যাবে (ড্র্যাগ এন্ড ড্রপ)
  •    লিডার ইচ্ছা করলে তার ওয়ারের ইতিহাস পাবলিক করে রাখতে পারবে, এতে যারা ক্ল্যানের মেম্বার না, তারাও যে কারো ওয়ার ইতিহাস দেখতে পারবে।
  • আপনার ভিলেজে কি কি আপডেট করতে বাকি আছে, তা নতুন যুক্ত হওয়া বিল্ডার সাজেশনমেনুতে ক্লিক করলেই দেখতে পারবেন।
  •    সাথে ওয়্যার এটাকের সময় কতজন পাবলিক সেটা লাইভ দেখছে, তা দেখা যাবে। ওয়াও 😀

এছাড়াও নতুন কন্টেন্টের মধ্যে আসছে স্কেলিটন স্পেলনামের একটি ডার্ক এলিক্সার স্পেল। টাউনহল নাইনে পাওয়া এই ট্রুপ্স মাটি ফুড়ে বের হয়ে করতে পারে ব্যাপক ড্যামেজ, বাট এদের সহনশীলতা কম, অন্য ট্রুপ্সকে বাঁচিয়ে নিজের দিকে ডিফেন্সকে টার্গেট করাতে পারলেও এরা মরে যায় খুব তাড়াতাড়ি 🙁

নতুন ক্লোন স্পেল

এই স্পেল আর্মির উপর ছেড়ে দিলে কিছুক্ষণের জন্য স্পেলের ভেতর থাকা সেই সৈন্যগুলো বেড়ে কয়েকগুন সৈন্য হয়ে যাবে -_- পাওয়া যাচ্ছে টাউনহল ১০ এর স্পেল ফ্যাক্টরি ৫ এ। ম্যাক্স লেভেলের ক্লোন স্পেল ট্রেন করা যাবে ৪৪ হাজার এলিক্সারের সাহায্যে। জায়গা খাবে ৪ টি। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে একটি ক্লোণ স্পেলই!!!

বেবি ড্রাগন

পিচ্চি এই ড্রাগনগুলা একটা করে ছাড়লে পাওয়ার বেশি পাওয়া যাবে। একদল ছাড়লে কম ড্যামজ করবে -_- হাস্যকর বিষয় :3
পাওয়া যাচ্ছে টাউনহল ৯ এ

মাইনার

এই লোকে মাটি খুড়ে ওয়ালের নিচ দিয়ে গিয়ে বের হবে

মানুষও এসে পড়লো সিওসি সৈন্যদলে -_-  পাওয়া যাচ্ছে টাউনহল ১০ এ
ট্রেন দিতে লাগবে ৫ মিনিট, জায়গা খাবে ৫ টি। ড্যামজ করতে পারে ভালোই, বাট দেখে কিছুটা হাসি পায় -_-

এছাড়াও আসছে ফ্রেন্ডলি চ্যালেঞ্জ

না, এটা দিয়ে ফেসবুক ফ্রেন্ডদের চ্যালেঞ্জ করা যাচ্ছে না :3

আপনি ফ্রেন্ডলি চ্যালেঞ্জের মাধ্যমে যে কোন ক্ল্যান মেম্বাররে আমন্ত্রন জানাতে পারবেন আপনার বেস উড়িয়ে দেওয়ার :O
এতে কারো কোন গোল্ড/এলিক্সার/ট্রুপ্স/ট্র্যাপ্স খরচ হবে না। অর্থাৎ এটাক দিলেও আপনি ফিরে আসছেন শূন্য হাতে। বাট অনুশীলন হবে, আরো ভালোমতো বুঝতে পারবেন কিভাবে আপনার ভিলেজকে শক্তিশালী করে তোলা যায়।

 এই ছিল এবারের আপডেট। বুঝতেই পারছেন, সবগুলো আপডেট নিয়ে খুব সন্তুষ্ট নই আমি। বাট ভালো কিছু পরিবর্তনও আসছে।
তথ্যগুলো আমি যোগাড় করেছি একটা ডেভলপার বিল্ড ইন্সটল করে। মূল আপডেট আসার পর আংশিক পরিবর্তন হতে পারে।  সো বিল কুল এন্ড হ্যাপি ক্ল্যাশিং।

Level 0

আমি মিনটু হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai not আবডেট, It’s আপডেট 🙂 correct it

ভাই, আমার ৮ লেভেলের COC ID টা কে যেনো হ্যাক করে ফেলসে। আমার ই-মেইল টাও ডিলেট করে দিয়েসে। এখন আমি কি করে আমার ID টা ফেরত পেতে পারি। প্লিজ ভাই, কেউ হেল্প করেন।

apnar emil ki???