বন্ধ হয়ে যাওয়ার আগে Hive.Im ছিল বেষ্ট টরেন্ট লিচিং সাইট। কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রী কোন কিছুই বেশীদিন থাকেনা। তো আনলিমিটেড এই টরেন্ট লিচিং সার্ভিস অধিগ্রহণ করে বন্ধ করে দেয়া হল। এরপর অনেকের ভরসা ছিল Zbigz.com কিন্তু এটার ফাইল সাইজ লিমিট মাত্র ১ জিবি। স্পীড মাত্র ১৫০ কেবি/সে যা দিয়ে টরেন্ট নামাতে জান দুর্বিষহ হয়ে যেত। সকল ঝামেলার অবসান হচ্ছে সিডারে(https://www.seedr.cc)। এখানে আপনি ইচ্ছামত আনলিমিটেড স্পীডে টরেন্ট নামাতে পারবেন আইডিএম দিয়ে। সাইটের রেজিস্ট্রেশন প্রণালী ও অনেক সহজ। জাস্ট ইমেইল পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন, মেইলে অ্যাক্টিভেশন লিংক যাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে ব্যবহার শুরু করুন!
বর্তমানে একটি নতুন টরেন্ট লিচিং সাইট এসেছে, নাম সিডার। সিডারের সুবিধা হলঃ
রেজিস্ট্রেশন করুন এখানে https://www.seedr.cc/? r=175654 (r এর আগের স্পেসটি মুছে নিবেন)
জ্বী ভাই হ্যা এটা রেফারেল লিংক। সুবিধা শুধু আমি একাই পাবো না, আপনিও পাবেন, নরমালি রেজিস্ট্রেশন করলে ২ জিবি পাবেন কিন্তু এর মাধ্যমে করলে আড়াই(২.৫) জিবি পাবেন। এবং এরপর টুইটারে শেয়ার করলেই ৩ জিবি। এছাড়া আপনি আপনার রেফারেল লিংক শেয়ার করে পেতে পারেন ৪ জিবি পর্যন্ত বোনাস। ইউটিউব এ ভিডিও রিভিউ করে পেতে পারেন ১ জিবি পর্যন্ত বোনাস। তো আর দেরি কেন? চলে আসুন সিডারের দুনিয়ায়!
হ্যাপী টরেন্টিং!!!
আমি নিয়াজ মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Get Wrecked.
সব ফ্রি সার্ভিসেই জীবন দুর্বিষহ করার ব্যবস্থা লুকায়িত থাকে……দেখা যাক, এই নয়া অামদানি কতদিন পর্যন্ত সহনীয় জীবন দান করে 😆
টিউনের জন্য ধইন্যা 🙂