ভাল আছেন তো সবাই।
আজকে আপনাদের আমি একটি মজার টিপস্ দেবো।
হয়তো বা অনেকের জানা, তবুও যাদের জানা নেই তাদের কাছে ভালো লাগবে।
আপনাদের প্রথমে Customize Folder Software টি ডাউনলোড করতে হবে। হয়তো বা ভাবছেন Software টা জানিইনা প্রথমেই ডাউনলোড করতে বলছে।
এবার আপনাদের Customize Folder Software টি নিয়ে বলছি।
এই সফটওয়ার দিয়ে আপনার ডাইভ/ফোল্ডার এ ছবি সেট করতে পারবেন, টেক্স কালার করতে পারবেন, আয়কন চেন্জ করতে পারবেন।
ডাউন লোড এর জন্য লিংক দেওয়া হল।
Customize Folder
Only 1.13 MB
Customize Folder.rar নামিয়ে নিন, এরপর Winrar সফটওয়ার দিয়ে Extract করে নিন।
Extract হয়ে গেলে
Customize Folder টি ওপেন করুন, Setup.exe তে ডাবল কিল্ক করুন, এবং
Setup Complete করুন|
এবার My Conputer এ যান এবং যে কোন ডাইভে Properties এ যান।
লক্ষ করুন Customize নামে একটি টেব হয়েছে।
এবার ছবি সেট করার পালা, Customize টেবে গিয়ে Browse... বাটনে কিল্ক করুন।
আপনার যে কোন ডাইভ থেকে ছবি ওপেন করুন।
Preview তে ছবি দেখা গেলে OK বাটনে কিল্ক করুন।
এবার My Computer Close করে আবার রানিং করুন।
আপনার যে ডাইভে ছবিটি সেট করেছেন সেই ডাইভ টি ওপেন করুন দেখবেন আপনার ছবিটি সেট হয়ে গেছে।
টিপস্টা ভাল লাগলে কমেন্টস করবেন।
আমি অন্তর সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ডাউনলোড হয না