আমার ছবি টি প্রথম অবস্থায় ছিল 214 KB কিন্ত Edit করার পর হল 52 KB কিভাবে দেখুন তাহলে।

আমি অন্তর সাহা সবাই কে আমার আদাব রইল
অনেকেরই হয়তো এই টিপস্ জানা তারপর ও ভাল লাগলে কমেন্টস করবেন।
ছোট ভাই হিসেবে
ধন্যবাদ।

আমরা যখন একটি ছবি মেইল করতে যাই, তখন হয় তো আমাদের ছবিটি ফটোসপে রানিং করে এর মেগাবাইট কমিয়ে
নিতে হয় বা মাপ ছোট করতে হয়।

এখন আমি আপনাদের একটি ছোট্ট টিপস্ এর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবিটির মাপকমানো ছারাই মেগাবাইট কমাবেন।

(মনে রাখবেন প্রথম অবস্থায় ছবিটির মেগাবাইট কত ছিল)

প্রথমে আপনাকে আপনার নির্বাচিত ছবির উপর রাইট কিল্ক করুন
এবং Editএ যান.

পেইন্ট প্রোগামটি চালু হলে
Ctrl+s এ চাপ দিন

এরপর এই পেইন্ট প্রোগামটি close করে দিন
দেখুন ছবিটি  properties  প্রথম অবস্থা থেকে অনেক জায়গা কমেছে।

Level 0

আমি অন্তর সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি এই কাজ করার জন্য pixresizer ইউজ করি ঝামেলা কম।

    আপনি তো প্লাগিনস ব্যবহার করছেন
    এটা তে কোন প্লাগিনস ব্যবহার হয়না

অন্তর সাহা ভাই ।
এই ছোট্ট টিপসটা ভালই লাগলে। এই কাজটি আমি Caesium সফটওয়ারের সাহায্যে করতাম । উহা ব্যবহার করে ইচ্ছেমত কমপ্রেস করা যায়। আপনার উপস্থাপিত টিপসটি অসাধারন ভাল লাগলো। আমি পেইন্টে অনেক কাজ করি কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করিনি।
(আপনাকে অশেষ ধন্যবাদ)

অনেক কাজের টিপস।
ধন্যবাদ।

সাইয কমে ঠিকই কিন্ত ছবির কোয়ালিটি অনেকটা নষ্ট হয়ে যায় মনে হয় দেখলাম।

সাইজ কমে ঠিকই কিন্তু কোয়ালিটি কমে যায়।
তবে অতন্ত কাজের টিপস্।

Level 0

নাইস টিউন ব্রাদার এই কাজটির জন্য অনেকে বিভিন্ন সফট ইউস করত এখন লাগবে না।

আপনাদের অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য

আগেই জানা ছিল তারপরও ধন্যবাদ…..

ভাল লাগলো। ধন্যবাদ।

জানতাম নাতো আগে,
অনেক ভাল একটি টিপস,
ধন্যবাদ সুন্দর টিপ্সটির জন্য।

Level 0

প্রথমে টিউনিং ইন্ডে স্বাগতম,
তারপর টিউন সম্বন্দে বলতে গেলে,
ছবির কোয়ালিট মেইন্টেইন করতে গেলে সাইজের দিকে খেয়াল করলে চলবেনা,
আর হা এই পদ্ধতিতে সাইজ কমলেও কোয়ালিটি কমে যাবে
ধন্যবাদ
আর হা ফটোশপতো ফটোশপ ই 😉

    আপনার কথা ঠিক আছে কিন্তু,
    আমি ঝামেলা বিহীন কাজ করার সুবিধা এখানে দেখেয়িছি,
    ধন্যবাদ।

পরীক্ষা করলাম ভাল লাগল আর কোয়ালিটিতো ভালই দেখলাম, টিউনের জন্য ধন্যবাদ

ভাই রে আমার তো ঠিক উলটা হইল সাইজ তো বেশি হয়ে গেল

    Level New

    ছবির ফরম্যাট যেন .bmp না হয় সেটা খেয়াল করুন। .jpg/.jpeg সবচেয়ে ভালো হয়।

ভাল টিউন।কিন্ত মাঝে মাঝে কনভাট‌‌‌ করা ইমেজ এর সাইজ বেড়ে যায়।

স্বাগ্তম আপনাকে ধন্যবাদ টিউনের জন্য।

Thanks 🙂

মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার দিয়েও কোন ঝামেলা ছাড়াই করা যায় ।

এতে ছবির মান কমে যায়… যে সকল ছবি মান নষ্ট হলেও সমস্যা নাই আমি সে সকল ছবি ই-মেইল করার ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করে সাইজ কমিয়ে আনি… 🙂

ধন্যবাদ

@বাপ্পীঃ কিভাবে

কেউ কি ২টা সফটয়্যার ডাউনলোডের লিংক বা অন্তত এদের নাম দিতে পারবেন?
সফটওয়্যার ২টি হলঃ
১।পিকচার কোয়ালিটি ও রেজুলেশন না কমিয়ে ফটো সাইজ কমানোর সফটওয়্যার এবং
২। পিকচার কোয়ালিটি ও রেজুলেশন না কমিয়ে ভিডিও সাইজ কমানোর সফটওয়্যার

অনেক সূন্দুর