যারা এখনও NID পাননি তারা নিয়ে নিন টেম্পোরারি NID ও করুন বায়োমেট্রিক ভেরিফিকেশন

ইহা একটি অতীব জরুরী টিউন...
যারা আইডি কার্ডের অভাবে সিম রেজিস্ট্রেশন করতে পারছেন না.. তাদের জন্য। সবারই আইডি কার্ড দরকার।
‪#‎হেল্পিং_টিউন‬
যারা ন্যাশনাল আইডিকার্ডের জন্য এপ্লাই করেছেন অথচ এখনো আইডি কার্ড পাননি তাদের জন্য।
আপনারা অনেকেই ২০১৪ ও ১৫ সালে রেজিশট্রেশন করে ছবি তুলেছেন অথচ আজ অবধি ন্যাশনাল আইডি কার্ড পাননি আর এদিকে সিম রেজিস্ট্রেশন ও অনান্যা কাজে আইডি কার্ডের অভাবে প্যারার মধ্যে আছেন তাদের হেল্পের উদ্দেশ্যে টিউনটা লেখা।
মাত্র ৩ স্টেপের একটি কাজ করেই আপনি পেয়ে যাবেন টেম্পোরারি একটি আইডি কার্ড। যা দিয়ে সিম রেজিস্ট্রেশন সহ আইডি কার্ডের প্রয়োজনীয় কাজগুলা করতে পারবেন। দরকার শুধু নিবন্ধন স্লিপ এর ফরম নম্বরটি। ছবি তোলার পর যে ছোট স্লিপ দেওয়া হয়েছিল তার ফরম নম্বর। (ডান সাইডে বক্সের ভিতরে)

ফার্স্ট স্টেপ,
প্রথমে নিচের লিংকে প্রবেশ করে সকল ঘরে সঠিক তথ্য পূরন করে "ভোটার তথ্য দেখুন" এ ক্লিক করতে হবে।
https://services.nidw.gov.bd/voter_center
নতুন পেজটি লোড নেওয়ার পর একটু স্ক্রোল করে পেজের নিচে আসলেই আপনার ভোটার তথ্যা ও লাল কালিতে লেখা ন্যাশনাল আইডি কার্ড নম্বর পেয়ে যাবেন। আর এ নাম্বার দিয়েই আপনি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন।

সেকেন্ড স্টেপ,
তারপর নিচের লিংকে গিয়ে সকল তথ্য পূরণ করে ও মোবাইল নম্বর ভেরিফিকেশন করে একটি একাউন্ট খুলে নিবেন।
https://services.nidw.gov.bd/registration/new_registration

থার্ড স্টেপ,
নিচের লিংক এ গিয়ে আপনার আগের ধাপের খোলা একাউন্টে লগ ইন করেন।
https://services.nidw.gov.bd/login
এখানে ছবি সহ আপনার ডিটেইল দেখতে পাবেন। এখন "পরিচয় বিবরণী" তে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। আর এটিই আপনার টেম্পোরারি আইডি কার্ড।

বিঃদ্রঃ- একাউন্ট খোলা থেকে শুরু করে সকল কাজই বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে করতে হবে। এখানে আমার ব্যক্তিগত কোন উদ্দেশ্য নাই। শুধুমাত্র হেল্প করার জন্যই টিউনটা শেয়ার করা।

আমি নিজে লিখিনি, সংগৃহীত। আশা করি আপনাদের কাজে আসবে।

Level 2

আমি নিয়াজ মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Get Wrecked.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এটি দিয়ে কি সিম রেজিস্ট্রেশান করা যাবে?

Level 0

Thanks I do this & success

Verification code ace na kno..bro bolte parben

    একটু অপেক্ষা করেন ২-৩ মিনিট। না আসলে পুনরায় ভেরিফিকেশন কোড পাঠানোর বোতামে চাপ দিন। তবুও না আসলে মোবাইল নাম্বার পরিবর্তন করে দেখতে পারেন। আমার বাংলালিংকে ৩০ সেকেন্ডের ভিতরেই চলে এসেছিল। :mrgreen:

ভাইয়া আমি তো ২০১৫ সালে ভোটার হয়েছিলাম এবং ২০১৫ সালেই ছবি তুলেছিলাম।কিন্তুু আমার বয়স ১৮ বছর হতে এখনও ৬ মাস বাকি আছে। তবে কি আমি এনআইডি নাম্বার পাবো?

উপরে একটা কমেন্টের রিপ্লাইয়ে মোবাইল নাম্বার পরিবর্তনের কথা বললেন। কিভাবে তা করতে হয় বলবেন কি? আমি রেজিস্ট্রেশন করার সময় আমার নাম্বারটা ভুল দেই। এখন পাল্টানোর জন্যে কোন অপশনই খুঁজে পাচ্ছি না। আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আর নেয়ই না। উল্লেখ্য, ভুল করে যে নাম্বারটি দেই সেটিও বন্ধ পাচ্ছি। আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম। অগ্রীম ধন্যবাদ।

    ভাইয়া কল সেন্টারে যোগাযোগ করুন তাহলে। অনলাইনে হবেনা। যদি আপনার নাম্বার হত তাহলে অ্যাকাউন্টে লগিন করে চেঞ্জ করতে পারতেন।

    বেস্ট অফ লাকঃ

    ই-মেইলঃ [email protected]

    হেল্পলাইনঃ 16103

ধন্যবাদ তাড়াতাড়ি রিপ্লাই দেয়ার জন্যে। কাল সারাদিন বেশ কয়েকবার চেষ্টা করেছি তাদের কল সেন্টারে যোগাযোগ করার জন্যে। প্রতিবারই ৪ মিনিট করে অপেক্ষায় রেখে লাইন কেটে যায়। দেখি চেষ্টা করে।

    দুঃখিত আপনাকে তেমন কোন সাহায্য করতে পারলাম না 🙁 আসলে মোবাইলের ব্যাপারটা কেস সেনসিটিভ। আপনি এক কাজ করতে পারেন, ইমেইলে ভেরিফিকেশন কোড নেয়ার অপশন টা ব্যাবহার করে দেখতে পারেন। এরপর মেইলে কোড আসলে সেটা দিয়ে লগিন করে মোবাইল নম্বর পরিবর্তন করবেন।

এখানেও সমস্যা! তাড়াহুড়ো করে রেজিস্ট্রেশন করতে গিয়ে মেইলটা দেয়া হয়নি! আপনাকে আবারো ধন্যবাদ রিপ্লাই দেয়ার জন্যে।