গ্রামীন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটকসহ আপনার সবগুলো অপারেটর আপনি নিজেই নিয়ন্ত্রন করুন। রিচার্জ তথ্য, কল লিস্ট ডিটেইলস, এফ এন এফ সহ যাবতীয় সবকিছু অন-লাইনের মাধ্যমে বিনা খরচে এবং খুব সহজে।

সবাইকে শুভেচ্ছ জানিয়ে শুরু করলাম আজকের মজার এবং খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের অবশ্যই ভাল লাগবে। এখন থেকে আপনাকে আর কাস্টমার কেয়ারে যেতে হবে না। অন্তত 95% কাজ আপনি নিজেই ঘরে বসে অন-লাইনের মাধ্যমে শেষ করে ফেলতে পারবেন। মনে করুন আপনার রয়েছে একটি কম্পিউটার আর একটি নেট কানেকশন তাহলে ধরেই নিতেই পারেন আপনি নিজেই  পুরোপুরিভাবে একটি কাস্টমার কেয়ারের সুবিধা নিয়ে বসে আছেন।

কি না করতে পারবেন এই অন-লাইন সুবিধায়! আপনি কোন তারিখে কত টাকা রিচার্জ করছেন, কত তারিখে কাকে কল দিয়েছেন, কত মিনিট কত বলেছেন, প্রতি কলে কত টাকা খরচ হয়েছে। বিনা পয়সায় এফ এন এফ লিস্ট দেখতে পারবেন। এফ এন এফ এড করা বা ডিলিট করা প্যাকেজ পরিবর্তনসহ যাবতীয় সবকিছু করতে পারবেন একদম বিনা মূল্যে এবং খুব সহজে।

এর জন্য আপনাকে শুধু কাঙ্খিত অপারেটরে রেজিষ্ট্রেশন করে লগ-ইন করতে হবে। তাহলে রেজিষ্ট্রেশনের পালা শুরু করা যাক।

গ্রামীনের জন্য রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।  

রবির জন্য রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।  

এয়ারটেলের জন্য রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।  

টেলিটকের জন্য রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।  

বাংলালিংকের জন্য রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। 

ধরে নিলাম রেজিষ্ট্রেশনের পালা শেষ তাই এবার লগ-ইন এর পালা। লগ-ইন এর লিংক দিতে হবেনা আশা করি। সবাই নিজেই বুঝে নিতে পারবেন।

তারপরও সহজের জন্য আমি লগ-ইন লিংক টাও দিয়ে দিচ্ছি।

গ্রামীন লগ-ইন করতে এখানে ক্লিক করুন। 

রবি লগ-ইন করতে এখানে ক্লিক করুন।

এয়ারটেল লগ-ইন করতে এখানে ক্লিক করুন। 

টেলিটক লগ-ইন করতে এখানে ক্লিক করুন। 

বাংলালিংক লগ-ইন করতে এখানে ক্লিক করুন। 

তাহলে আজকের মত বিদায়।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। 

ভাল লাগলে অবশ্যই জানাবেন। 

এই রকম আরও ইম্পোর্টেন্ট কিছ টিপস পেতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

valo tune, thanks 🙂

    আপনাদের সুন্দর কমেন্টসগুলো আমাদেরকে আরো ভালো ভালো টিউন করতে উৎসাহিত করে। ধন্যবাদ আপনাকেও..

জানা বিষয়গুলো মনে করিয়ে দিয়ে টনটা কিঞ্চিৎ নাড়িয়ে দেবার জন্য কমেন্টাইলাম……..মাঝেমাঝে অাসলেই কিছু বিরক্তিকর অযাচিত কিন্তু দরকারী তথ্যের জন্য ওদের সাইটে হানা দেয়া যেতেই পারে :mrgreen:

টিউনের জন্য ধইন্যা 🙂

    আপনার টিউমেন্টটি আসলেই একটু অদ্ভুদ তবে খুব মজা পাইলাম। আপনাকেও প্রান ভরা ধইন্য।