এতদিন ভিডিও থেকে অডিওতে কনভার্ট করছেন এবার অডিওকে ভিডিওতে রুপান্তর করুন

শুভ কামনা জানিয়ে শুরু করলাম। আশা করি সাবাই ভাল আছেন। আজকে যে বিষয় নিয়ে টিউন করতে যাচ্ছি তা অবশ্যই আপনাদের ভাল লাগার কথা। আমি একটি সফটওয়্যারের নিয়ে আলোচনা করবো যেটা দিয়ে আপনি সহজে অডিওকে ভিডিওতে রুপান্তর করতে পারবেন। অবশ্য আগে যারা এই সফটওয়্যারটি ইউজর করছেন তাদেরকে এই টিউন থেকে ১০ হাত দূরে থাকার অনুরোধ করা হলো। আমরা অনেকেই চাই নিজের পছন্দের কোন গানকে ইউটিউবে আপলোড দিতে কিন্তু সমস্যা বাধে তখন, যখন দেখি গানটি অর্থাৎ যেটি আমি আপলোড করবো সেটির অডিও ফরমেট রয়েছে আমার কাছে। অথচ ইউটিউব ভিডিও ফরমেট ছাড়া অডিওকে আপলোড দিতে দেয়না। সে ক্ষেত্রে দরকার হয়ে পড়ে এমন একটি সফটওয়্যারের যেটা দিয়ে অডিওকে ভিডিওতে রুপান্তর করা যায়। তবে যারা উইন্ডোজ এক্সপি ইউজ করেন তাদের জন্য সমস্যা না। কারণ এক্সপিতে বিল্ট-ইন ভাবেই মুভি মেকার সফটওয়্যার থাকে। এখন মানুষ অনেক আপডেট তাই নিশ্চই কেউ এখন আর এক্সপি নিয়ে পড়ে রয়নি। অনেক বক বক করে ফেললাম।

এবার মূল কথায় আসা যাক। মূল কথা বলতে কিছুই নেই শুধু সফটওয়্যারটি ডাউনলোড করুন আর ইউজ শুরু করুন। সফটওয়্যারটি নিয়ে আমি বিস্তারিত কিছুই বলবোনা কারণ এটার ইউজ খুবি সহজ যার এন্টারপেজটা দেখলে আপনি সহজে কাজ করতে পারবেন। সফটওয়্যারটি দিয়ে আমার তৈরী একটি ভিডিও দেখুন। যদিও সুন্দর হয়নি তবে ডেমু হিসাবে ইউজতো করা যেতে পারে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।  তাপরও একটি ছবির মাধ্যমে সামান্য বুঝাতে চেষ্টা করবো। প্রথমে সফটওয়্যারটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। তারপর ইনস্টল করে ফেলুন অন্য আট-দশটা সফটওয়্যারের মতই্। ইনস্টল করার পর সফটওয়্যারটি স্টার্ট মেনু থেকে অপেন করুন, নিচের মত দেখবেন্।

1 নাম্বার ঘরে থেকে পিকছার ইম্পোর্ট করে 2 নাম্বার ঘরে টেনে এনে ছেড়ে দিন। 3 নাম্বার ঘর থেকে বিভিন্ন ইফেক্ট বা এনিমেশন থেকে যেটি আপনার পছন্দ সেটি সিলেক্ট করে দিন। আপনি যে অডিও গানটিকে ভিডিওতে রুপান্তর করতে চান সেটি 1 নাম্বার ঘর থেকে ইম্পোর্ট অডিওতে ক্লিক করে ইম্পোর্ট করে তা আবার পিকছারের মত 2 নাম্বার ঘরে টেনে এনে ছেড়ে দিন। এভাবে নিজের মত করে এডযাস্ট করে সর্বশেষ 4 নাম্বার ঘরে অর্থাৎ পাবলিশ মুভি বাটনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নিন। সেভ হতে একটু সময় লাগবে। ব্যাস আপনার কাজও শেষ।

তাহলে আজকের মত বিদায়।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন।

এই রকম আরও ইক্সক্লুসিভ টিউন দেখতে এখানে ক্লিক করুন।  

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস