ডাউনলোড করে নিন USSD Checker, এখন থেকে মেগাবাইট বা টাকা চেক করতে মডেম খুলতে হবে না।

আসসালামুয়ালাইকুম। আশা করি আপ্নারা ভালো আছেন। আজ অনেক দিন পর একটা টিউন করছি আপনাদের সামনে। আশা করি সকল মোডেম ইউজারদের টিউন-টি কাজে দিবে। আমরা সাধারনত যেসব মোডেম ইউজ করি সেগুলোতে USSD চেক করা যায়না। অর্থাৎ মোডেম থেকে টাকা বা এম্বি বা অন্য কোনো প্যাকেজ এর অবস্থা চেক করা যায় না। ফলে আমাদের মোডেম খুলে কোনো ফোনে সিম দিয়ে চেক করতে হয়। এখন সেই দিন শেষ!! মোডেম লাগানো অবস্থাতেই আপনি USSD চেক করতে পারবেন। সফটওয়্যারটির নাম USSD Checker। এটা ডাউনলোড করে নিন তাহলেই সব বুঝে যাবেন। তবে USSD চেক করতে চাইলে মোডেম এর সফটওয়্যারটি ক্লোজ করে রাখতে হবে।

ডাউনলোড লিঙ্ক- Click Here

এই লিঙ্কে যেয়ে proceed দিতে হবে।

যেকোনো সমস্যা হলে টিউমেন্ট করবেন অথবা ফেসবুকে আমি
আ মা  র ফে সবু  ফ্যা ন পে জ - https://m.facebook.com/Official.rumman
আ র ফেসবুকে এ কটি  সা  য়েন্স বিষ য়ক পে জ আ ছে - রসায়ন জীববিজ্ঞান পদার্থ - ৯ম-১০ম -  https://m.facebook.com/bookcbp
আ মার ফেসবু কে এক টি সা ধারণ জ্ঞান ভিত্তিক একটি পেজ আছে- বর্তমান বাংলাদেশ ও বিশ্ব এবং আমরা- https://m.facebook.com/bangladeshoamra

আমার ছোট্ট website - http://www.mrrumman.tk

আমার পুর্বের কিছু টিউন- আপনার কম্পিউটারের সব তথ্য জানার জন্য একটা ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করে নিন।

Windows 10 এর ফন্ট সমস্যার সহজেই সমাধান নিন।

ফেসবুকে ফ্রেন্ডসদের কাছে ট্যাগ হতে হতে বিরক্ত? নিয়ে নিন সমাধান

শর্টকাট ভাইরাস থেকে মুক্তির উপায় (কোনো সফটওইয়্যার ছাড়া!!

দেখা হবে আগামী টিউনে। ধণ্যবাদ।

Level 0

আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Download Link Kaj Kore Na !

চমৎকার টিউন ।

Vai exe file ta den…apnar link kaj korena ….Link thik koren

যারা ডাউনলোড করতে পারছেন না তাদের বলি, প্রথমে Click Here এ ক্লিক করুন। তারপর একটা সাইট আসবে সেই সাইটে proceed এ ক্লিক করুন। তারপরে যে সাইটে যাবে সেই সাইটের GET Link এ ক্লিক করুন।তারপর একটা capcha পুরণ করুন। ব্যাস এইবার ডাউনলোড শুরু হয়ে যাবে।