Linux এখন windows 10 এ ! Dual Boot এর দিন শেষ !

আসালামু আলাইকুম !

আসলে হেডিংটা এভাবে দিলে ভাল হত, "Bash Shell এখন windows 10 এ"। অনেকেই বুঝবেন না তাই দেই নাই। মাইক্রসফট অবশেষে windows 10 এ লিনাক্সের স্বাধ পাওয়ার সুযোগ করে দিচ্ছে।  Update Preview Build 14316 তে এই সুযোগ থাকছে।
লিনাক্স যারা ইউয করেন তাদের জন্য একটি সুখবর বটে।

কথা না বাড়িয়ে কিভাবে আপনিও এই সুযোগ পাবেন সেই কথায় যাই।

Windows 10 fast ring এ জইন করুনঃ

ধরে নিলাম আপনারা Windows 10 ইউয করছেন। Settings থেকে Update & security। 

নিচের দিকে Advanced options এ ক্লিক করবেন। Get Insider Preview builds section থেকে, Slow > Fast করে দিন।

মনে রাখবেন, আপনার মাইক্রসফট একাউন্টে যেন লগইন থাকেন।

এখন Check for updates থেকে আপডেইট করেন।

কোন কিছু আপডেইট থাকলে তা ইন্সটল করেন।

Enable Developer Mode এবং Linux Subsystem on Windows 1oঃ

  • Settings থেকে Update & Security.
  •  বামের দিকে Developers option পাবেন, সেখান থেকে Developer Mode সিলেক্ট করবেন।

এবার windowsএর সার্চ বক্সে Turn Windows features on or off  লিখে সার্চ দিলে একটা বক্স আসবে, ঐখান থেকে Subsystem for Linux (Beta) টিক মার্ক করে দেন।

এখন  আপনার সিস্টেম রিস্টার্ট করেন।

Developer Mode on করে Linux Subsystem এনেবেল করার পর লিনাক্স বাইনারিগুলা ডাউনলোড এবং ইন্সটল করতে হবে আপনার পিসিতে।

Command Prompt window ওপেন করে bash লিখুন। Y দিয়ে কন্টিনিউ করেন। ব্যাস কাজ শেষ।

 

নতুন কমান্ড প্রমট ওপেন করে bash লিখুন, দেখবেন Root access পাবেন। lsb_release কমান্ড দিন, ubuntu release version দেখাবে।

আজ এখানেই থাক !
ভাল লাগলে সেয়ার করবেন।
থেনক্স

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাললাগলো