আমরা যারা অফিসিয়ালি পিসি ইউজাই তারা বেশিরভাগই লোকাল নেটওয়ার্কের ডোমেইনের আওতায় পিসি ইউজ করি। সমস্যাটা সেখানেই যখন একজনের ফাইল/ফোল্ডার/সফটওয়ার অন্যজন ব্যবহারের প্রয়োজন পড়ে। ডোমেইনের রেস্ট্রিকশনের কারনে পিসি একই হলেও একজনের ফাইল অন্যজন এক্সেস করতে পারি না। অন্য ইউজারের ফাইল এক্সেসের জন্য পিসি বার বার লগিং অফ অন করা লাগে, এটা যেমন সময় সাপেক্ষ তেমনি চরম বিরক্তিকর ব্যাপার। যার ফাইল/ফোল্ডার/সফটওয়ার এক্সেস করতে চান তার পাসওয়ার্ড জানা থাকলে ছোট একটি ট্রিক্সের মাধ্যেমে এর সমাধান করতে পারবেন সহজেই। এই পদ্ধতিতে শুধুমাত্র BAT, CMD, EXE, MSC, or MSI file ওপেন হবে। আমরা BAT ফাইল বানিয়ে কাজ সারবো।
ধরুন- Rafiq নামের ইউজারের ডেক্সটপে New Order Presentation.docx নামে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আছে এটা ওপেন করবো।
এর জন্য প্রথমে নোটপ্যাড ওপেন করুন এরপর লিখুন –
start /B "anonymous" "C:\Users\Rafiq\Desktop\New Order Presentation.docx "
এবার সরাসরি সেভ না করে Save As করুন, Save as Type =all (*.*) ও যেকোন নাম দিয়ে শেষের .txt এক্সটেনশন চেংজ করে দিয়ে .bat লিখুন Ex. Any Name.bat। অর্থাৎ এটাকে ব্যাচ ফাইল হিসেবে সেভ করুন।
এবার শিফট বাটন চেপে ধরে Any Name.bat এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে Run as different user নামে নতুন একটি অপশন পাবেন। এটাতে গিয়ে ইউজার নেম বা UserName@Domain বা Domain\UserName আর পাসওয়ার্ড দিয়ে ওকে করলে ফাইলটি ওপেন হবে।
এভাবে পাসওয়ার্ড জানা থাকলে যেকোন ইউজারের ফাইল/ফোল্ডার/সফটওয়ার ইউজ করতে পারবেন পিসি বার বার লগ অফ লগ ইন না করেই।
বার বার শিফট চেপে ধরার হাত থেকে মুক্তি পেতে মাত্র 50 কিলোবাইটের মাইক্রোসফটের নিজস্ব শেল এক্সটেনশন ডাউনলোড করে নিয়ে Run as different user অপশনটি স্থায়ীভাবে কন্টেক্সট মেনুতে যুক্ত করে নিন। ডাউনলোড করুন ShellRunas v1.01
যারা বিয়ে বা বৌভাতের বাজেট নিয়ে টেনশনে মাথা ঘামাচ্ছেন তাদের মাথা ঘামা কমাতে সুন্দর দুইটা Wedding Budget Planner. এই এক্সেল ফাইল মাথা ব্যাথা কিছুটা হলেও উপশম করবে। বিয়ের আগেই যদি বাজেটের টেনশনে চুল পড়ে যায় তাহলে বিয়ের পরে নতুন বৌ এসে জামাইর চুল ধরে টানবে কিভাবে? হাহাহাহাহা...
সুতরাং আর দেরি কিসের ঝটপট এক্সেল ফাইল দুইটা ডাউনলোড করে নিন। Mirror1 | Mirror2
সৌজন্য My Home
আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।